এক্সপ্লোর
মহিলাদের ত্রিদেশীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হার ভারতের

ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: মহিলাদের ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেল ভারতীয় দল। একদিনের সিরিজেও ভারতকে ৩-০ হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এবারের ভারত সফরে এখনও পর্যন্ত অপরাজিত মেগ ল্যানিংয়ের দল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মন্ধানার ৪১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৫২ রান করে ভারতীয় দল। তবে সহজেই সেই রান টপকে যায় অস্ট্রেলিয়া। এটাই টি-২০ ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়। বাংলার পেসার ঝুলন গোস্বামী ৩০ রান দিয়ে ৩ উইকেট নিলেও, অন্য বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় জয় পেল না ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















