(Source: ECI/ABP News/ABP Majha)
World Archery Youth Championships: তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভারতীয়দের প্রশংসা করলেন নরেন্দ্র মোদি
তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তিরন্দাজরা। ভারতের পদকজয়ীদের প্রশংসা করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের টুর্নামেন্টে মোট ১৫টি পদক জিতেছে ভারতীয় তিরন্দাজরা।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে ভাল পারফর্ম করতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তিরন্দাজরা। এবার ভারতের পদকজয়ীদের প্রশংসা করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের টুর্নামেন্টে মোট ১৫টি পদক জিতেছে ভারতীয় তিরন্দাজরা। প্রধামন্ত্রী বলছেন, পোল্যান্ডে আয়োজিত হওয়া তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ভারতীয় তিরন্দাজরা দেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্বমঞ্চে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ট্যুইটারে লিখেছেন, 'পোল্যান্ডে তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ভারতের তিরন্দাজরা দেশের নাম উজ্জ্বল করেছেন। মোট ১৫টি পদক জিতে নিয়ে এসেছে তাঁরা। তার মধ্যে রয়েছে ৮টি সোনাও। ভারতের তিরন্দাজদের অনেক অনেক অভিনন্দন। তাঁদের আগামী টুর্নামেন্টের জন্য আগাম শুভেচ্ছা জানাই।' তিনি আরও বলেন, 'আশা করি তিরন্দাজিতে এই সাফল্য আরও অনেক তরুণকে এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে।'
এবারের টুর্নামেন্টে ভারতীয়দের দাপট দেখা গিয়েছে। ভারতের ক্যাডেট (অনূর্ধ্ব ১৮) রিকার্ভ তিরন্দাজরা পুরুষ ও মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। পুরুষদের রিকার্ভ টিম ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে বিশাল চাংমাই, ভিকি রুহাল ও অমিত কুমার। ৫-৩ ব্য়বধানে জিতেছে ভারত।
পরে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে শুরু থেকে দাপট দেখিয়ে জাপানকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন ভারতের বিশাল চাংমাই ও তমন্না। পাশাপাশি মহিলাদের দলগত বিভাগে জার্মানিকে ৫-৩ হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় তিরন্দাজরা।
টোকিও অলিম্পিক্সে স্বামী-স্ত্রী মিক্সড ইভেন্টে খেলবেন বলে আশা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কারণে অতনু ও দীপিকা, দুজনেরই মন খারাপ ছিল। তবে ব্যক্তিগত বিভাগে দুজনই ভাল খেলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। সেই স্বপ্ন অবশ্য ভেঙে যায়। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যান অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান তিনি।