এক্সপ্লোর
Advertisement
দেখুন: ম্যাচ সেরার পুরস্কার খুদে অজি ফ্যানের হাতে তুলে দিলেন ওয়ার্নার, জিতে নিলেন ক্রিকেট অনুরাগীদের হৃদয়
বিশ্বকাপে টনটনে পাকিস্তানের বিরুদ্ধে পুরানো বিধ্বংসী মেজাজে দেখা গেল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তাঁর ঝোড়ো সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়। তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়।
টনটন: বিশ্বকাপে টনটনে পাকিস্তানের বিরুদ্ধে পুরানো বিধ্বংসী মেজাজে দেখা গেল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তাঁর ঝোড়ো সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়। তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়।
বল বিকৃতিকাণ্ডের পর অজি দলে ফিরে প্রথম শতরান ও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন ওয়ার্নার। মাঠে ব্যাট হাতে নায়কোচিত পারফরম্যান্সের পর ম্যাচ পরবর্তী পর্বে তাঁর একটি ব্যবহার লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগীদের মন কেড়ে নিয়েছে।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার এক খুদে অনুরাগীর হাতে তুলে দিলেন। ছোট্ট ওই মেয়েটি ওয়ার্নারের ম্যাচ জেতানো ইনিংসের পুরো সময়টাই তাঁর হয়ে গড়া ফাটিয়েছিল।
ব্রিস্টলে কাউন্টি গ্রাউন্ডের গ্যালারি থেকে তুমুল উত্সাহ নিয়ে মেয়েটি ওয়ার্নার ও অস্ট্রেলিয়া দলকেকে সমর্থন করেছিল। ভারতের কাছে হারের পর অস্ট্রেলিয়ার জয়ের আশায় মেয়েটির ওই সমর্থন ওয়ার্নারের নজর কেড়ে নেয়।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়ার্নার তাঁর ম্যাচ সেরার ট্রফি ওই মেয়েটির হাতে তুলে দিচ্ছেন। সেইসঙ্গে অটোগ্রাফও দিয়েছেন।
ওয়ার্নারের হাত থেকে ওই ট্রফি পেয়ে আপ্লুত ওই ছোট্ট মেয়েটি বলেছে, ওয়ার্নার যখন ব্যাট করতে নামছিলেন, আমরা তখন পতাকা নিয়ে উত্সাহ দিচ্ছিলাম। তিনি আশা পূরণ করেছেন। আমি তাঁকে খুবই পছন্দ করি।David Warner made this young Australia fan's day by giving him his Player of the Match award after the game 🏆 Wonderful gesture 👏 #SpiritOfCricket#CWC19 pic.twitter.com/MlvDkuoW4i
— Cricket World Cup (@cricketworldcup) June 12, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement