ENG vs AFG: আফগানিস্তানের স্পিন ফাঁদে কুপোকাত ইংল্যান্ড, ৬৯ রানে জয় পেলেন রশিদরা
ICC World Cup 2023, ENG vs AFG Live Score: এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি।
LIVE

Background
ENG vs AFG Live Score: বড় অঘটন
রশিদ খান তৃতীয় উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ইতি টানলেন। ২১৫ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড।
ENG vs AFG Live: রশিদকে আউট করলেন রশিদ
আদিল রশিদকে ২০ রানে আউট করলেন রশিদ খান। জয়ের দোরগোড়ায় আফগানিস্তান। ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১৩/৯।
ENG vs AFG Live Score: লড়ছেন রশিদ-উড
৬৬ রানে থামল ব্রুকের ইনিংস। ১৬৯ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। কিন্তু আদিল রশিদ ও মার্ক উড থ্রি লায়ান্সদের হয়ে লড়াই চালাচ্ছেন। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৬/৮। আদিল ১৯ ও মার্ক উড ১৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ইংল্যান্ডকে ১২ ওভারে আরও ৮৯ রান করতে হবে।
ENG vs AFG Live: চাপে ইংল্যান্ড
একা লড়াই করছেন হ্যারি ব্রুক। তিনি ৬৩ রানে ব্যাট করছেন। তবে ৩১ ওভার শেষে মাত্র ১৫৪ রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপেই ইংল্যান্ড। ব্রুককে সঙ্গ দিচ্ছেন ক্রিস ওকস। তিনি চার রানে অপরাজিত রয়েছেন।
ENG vs AFG Live Score: ছন্দে ব্রুক
ছন্দে ব্রুক। ২২ বলে ২২ রানে ব্যাট করছেন তিনি। বাটলার চার রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮২/৩। গত ম্যাচে শতরান করা ডেভিড মালানকে ৩২ রানে ফেরান মহম্মদ নবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
