এক্সপ্লোর
Advertisement
৪৯০! একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের মহিলা দলের, জয় ৩৪৬ রানে
ডাবলিন: একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের মহিলা দলের বিশ্বরেকর্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৯০ রান করল সুজি বেটসের দল। নিউজিল্যান্ডের মহিলা দলের অধিনায়ক করলেন ৯৪ বলে ১৫১ রান। তাঁর ইনিংসে ছিল ২৪টি বাউন্ডারি। ৭৭ বলে ১২১ রান করেন ম্যাডি গ্রিন। অ্যামেলিয়া কের ৪৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। জেস ওয়াটকিন ৬২ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে কারা মারে জোড়া উইকেট নিলেও, ১০ ওভার বল করে ১১৯ রান দেন। জবাবে মাত্র ১৪৪ রানেই অলআউট হয়ে গিয়েছে আয়ারল্যান্ডের মহিলা দল। ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন লে ক্যাসপেরেক। ফলে ৩৪৬ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ডের মহিলা দল।
পুরুষদের একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ৩ উইকেটে ৪৪৪। ২০১৬-র অগাস্টে নটিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে এই রান তুলেছিল ইংল্যান্ড। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডেরই ছিল। ১৯৯৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ রান করেছিল নিউজিল্যান্ডের মহিলা দল। আজ সেই রেকর্ড উন্নত করল তারা।
মহিলাদের একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে তৃতীয়বার কোনও দল ৪০০-র বেশি রান করল। নিউজিল্যান্ডের আগে এই নজির গড়েছিল অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুম্বইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ৩ উইকেটে ৪১২ রান করেছিল অস্ট্রেলিয়ার মহিলা দল। পুরুষদের একদিনের আন্তর্জাতিকে ১৮ বার ৪০০-র বেশি রান করেছে কোনও দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement