Wrestlers Protest: আটক কুস্তিগীরদের ছেড়ে দেওয়া হলেও FIR দায়ের করার পথে দিল্লি পুলিশ
Wrestling News: বিনেশ, সাক্ষী, বজরংকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। তবে যন্তর মন্তরে যেখানে তাঁবু খাটিয়ে কুস্তিগীররা প্রতিবাদ ও ধর্নায় বসেছিলেন, সেসব সরিয়ে দিয়েছে পুলিশ।
নয়াদিল্লি: দেশের রাজধানীতে যেদিন নতুন সংসদ ভবনের উদ্বোধন হল, সেদিনই ধুন্ধুমার বাঁধল কুস্তিগীরদের (Indian Wrestler) প্রতিবাদ ঘিরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিককে (Sakshi Malik) আটক পর্যন্ত করা হয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চারজন কুস্তিগীরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে পারে দিল্লি পুলিশ, খবর সূত্রের।
জানা গিয়েছে, সাক্ষী ছাড়াও বজরং পুনিয়া, বিনেশ ফোগত ও সঙ্গীতা ফোগতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গা), ১৪৮ (সশস্ত্র দাঙ্গা), ১৪৯ (অবৈধ জমায়েত), ৩৫২ (অশান্তিতে ইন্ধন ও হেনস্থা), ৩৫৩ (সরকারি আধিকারিককে হেনস্থা) ও ১৮৬ (সরকারি আধিকারিককে কাজে বাধা) ধারা প্রয়োগ করতে পারে পুলিশ।
বিনেশ, সাক্ষী, বজরংকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। তবে যন্তর মন্তরে যেখানে তাঁবু খাটিয়ে কুস্তিগীররা প্রতিবাদ ও ধর্নায় বসেছিলেন, সেসব সরিয়ে দিয়েছে পুলিশ।
জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন কুস্তিগীররা। রবিবার সংসদ ভবনের দিকে প্রতিবাদ মিছিল করে যাওয়ার কথা ছিল তাঁদের। সেই চেষ্টা করতেই আটক করা হয় কুস্তিগীরদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কুস্তিগীরদের।
এরই মধ্যে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক চাঞ্চল্যকর অভিযোগ করলেন। তাঁকে রবিবার আটক করে পুলিশ। প্রিজন ভ্যানের ভেতর থেকে সংবাদমাধ্যমকে সাক্ষী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। পুলিশ আমার পোশাক ছিঁড়ে দিয়েছে। খুব বাজেভাবে মারধর করেছে। আমার হাতে চোট লেগেছে।'
প্রতিবাদে ফেটে পড়েন কুস্তিগীর, অলিম্পিক্স পদকজয়ী বজরং পুনিয়া। বলেন, 'ওকে পদ্মশ্রী দিয়েছে। তার সম্মানটুকুও দিচ্ছে না। পদকের সম্মানও দিচ্ছে না।' যোগ করেন, 'আমরা পুলিশকে চিঠি দিয়েছিলাম। অনুমতি চেয়েছিলাম। আমরা সাধারণ নাগরিক। অনুমতি না দিলেও আমরা রাস্তায় হাঁটতে পারি। কেন আটকানো হল?'
আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন। সেই সংসদ ভবনের উদ্দেশেই নিয়মভেঙে কুস্তিগীররা যাত্রা করছিলেন বলে অভিযোগ। বিক্ষোভকারী কুস্তিগীরদের ব্যারিকেড ভেঙে সংসদভবনের দিকে যাত্রা করতে দেখা যায়। তাঁদের দাবি ছিল দেশের সাধারণ নাগরিক হিসাবে তাঁরা যে কোনও রাস্তা দিয়ে হাঁটতে পারেন। আজ, রবিবার 'মহিলা মহাপঞ্চায়েতের'ও ডাক দিয়েছেন তাঁরা। কুস্তিগীররা দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে। তাঁর পদত্যাগের দাবিতেও সাক্ষী মালিক, বিনেশ ফোগতরা সুর চড়িয়েছেন।
আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই