Bajrang Punia Wins: অলিম্পিক্সের কুস্তিতে ফ্রি স্টাইল ৬৫ কেজি বিভাগে কোয়ার্টারে বজরং
কুস্তিতে রবি দাহিয়ার পরে এবার আশার আলো বজরং পুনিয়াকে নিয়ে। ফ্রি স্টাইলে ৬৫ কেজি বিভাগে বজরং পৌঁছোলেন কোয়ার্টার ফাইনালে।
টোকিও: টোকিও অলিম্পিক্সে কুস্তিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন বজরং পুনিয়া। ফ্রি স্টাইলে ৬৫ কেজি বিভাগে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেন বজরং। ৩-৩ ফল হলেও ক্রাইটেরিয়া বিশেষে পরের রাউন্ডে চলে যান ভারতীয় কুস্তিগীর। কুস্তিতে রবি দাহিয়ার পরে এবার আশার আলো বজরং পুনিয়াকে নিয়ে। এবার ইরানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন বজরং।
এদিকে বৃহস্পতিবার অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হয় রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। তবে ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
রবি কুমার দাহিয়া রুপো জেতায় টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক ৫। মীরাবাঈ চানুর পর রবির হাত ধরে টোকিও থেকে এল দ্বিতীয় রুপো। এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে একেবারে শুরুতেই ভারত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই আর আজ সকালেই পুরুষদের হকিতে এসেছে ব্রোঞ্জ পদক। দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিক্সের মঞ্চে পদকের খরা কাটিয়েছেন মনদীপ-শ্রীজেশরা। তারপর এবার রবির রুপো। এদিকে ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচে অপর কুস্তিগীর অল্পের জন্য দীপক পুনিয়া হেরে না গেলে হয়তো তাঁর হাত ধরে গতকাল পদক জয়ের হ্যাটট্রিক করে ফেলত ভারত।
রবির রুপো জয়ের পরই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক নেতা-নেত্রী থেকে ক্রীড়াবিদ বা সাধারণ ক্রীড়াপ্রেমী, সকলেই রবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার দেখার কুস্তিতে আরও একটি পদক আসে কিনা। বজরংকে তবে কোয়ার্টারে যে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে তা নিশ্চিত।