২ দিনে ২ বার, ফের উড়ন্ত অবস্থায় দুরন্ত ক্যাচ ঋদ্ধিমানের, প্রশংসায় ভরালেন ভক্তরা
চলতি সিরিজে ঋষভ পন্থের আগে তাঁকে কেন প্রথম একাদেশ রাখা হল, সেই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
পুণে: ২ দিনে ২ বার। ফের শূন্য শরীর ভাসিয়ে দুরন্ত ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। গতকাল, দক্ষিণ আফ্রিকার থিউনিস ডি ব্রুইনের ক্যাচ ডানদিকে ঝাঁপিয়ে প্রায় দ্বিতীয় স্লিপের সামনে থেকে উড়ন্ত অবস্থায় তালুবন্দি করেন ‘সুপারম্যান’ সাহা। এদিন বাঁদিকে লাফিয়ে তালুবন্দি করলেন আরেকটি দৃষ্টিনন্দন ক্যাচ। কাকতালীয়ভাবে, এবারও তাঁর শিকার সেই ডি ব্রুইন।
চলতি সিরিজে ঋষভ পন্থের আগে তাঁকে কেন প্রথম একাদেশ রাখা হল, সেই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অনেকেই, দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, বঙ্গসন্তান তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সব প্রশ্নর জবাব দিলেন। ফের একবার প্রমাণ করলেন, কেন এই মুহূর্তে তিনি শুধু ভারতীয় দলে নয়, বিশ্বের এক নম্বর উইকেটরক্ষক।
Fantastic catch by Saha.. justifying his selection and why he is considered the best in the business #INDvsSA pic.twitter.com/N83BuVNkFL
— Ajesh Kumar (@ajesh06) October 13, 2019
ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন সুযোগ পাননি ঋদ্ধি। বিশাখাপত্তনমে তিনি দলের প্রয়োজনে দ্রুত ২১ রান করেন। কিন্তু, উইকেটের পিছনে গ্লাভস হাতে একেবারে চেনা ছন্দে ঋদ্ধি।
একের পর এক কঠিন ও দুরন্ত ক্যাচ নিয়ে নিজের জাত প্রমাণ করলেন ঋদ্ধিমান। এদিন প্যাডের দিকে তাক করে আসা উমেশের লেংথ বল খোঁচা মারেন ব্রুইন। বিদ্যুৎগতিতে বাঁদিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন ঋদ্ধি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এই ক্যাচ দেখে এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন যে, তিনি সোজা এসে ঋদ্ধির কপালে চুম্বন করেন।
Superman Saha! He just might bring pure wicketkeeping back into vogue. Down the legside, one-handed and he makes it look easy. Such a joy to watch him behind the wickets. pic.twitter.com/jAE8vRcd5N
— Ashish Magotra (@clutchplay) October 13, 2019
ঋদ্ধির এই বিদ্যুৎগতির ক্যাচ বিদ্যুৎগতিতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। টুইটারে সকলেই ঋদ্ধির ভূয়সী প্রশংসা করেন। কেউ ঋদ্ধিকে ‘সুপারম্যান’ বলে উল্লেখ করেন। তো কেউ আবার তাঁকে বিশ্বের সেরা উইকেটরক্ষক হিসেবে অভিহিত করেন।
Fly & Catch - Saha Style https://t.co/ETbaFqoTOd
— SAHIL GUPTA (@meetsahil) October 13, 2019
গতদিন খেলার পর সতীর্থ ঋদ্ধিকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি দলের অন্যতম স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। বলেন, সাহা যে এই মুহূর্তে সেরা, এটা বোঝার জন্য বেশি বুদ্ধি খরচের প্রয়োজন নেই। হালে আমি ওকে কোনও কিছুই ফস্কাতে দেখিনি। ওর মতো ক্রিকেটার যে কোনও দলের সম্পদ।
Be strong. Be you. #IndiaVsSouthAfrica pic.twitter.com/iNuDSJCZwg
— Wriddhiman Saha (@Wriddhipops) October 13, 2019