WTC 2021 Live: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের
World Test Championship Final 2021, Ind vs NZ: ভারত ও নিউজ়িল্যান্ড - পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে।
LIVE
Background
সাউদাম্পটন: রোজ বোলে ইতিহাসের হাতছানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজ়িল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ। প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজ়িল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছিল।
তবে ফাইনালে থাবা বসিয়েছে বৃষ্টি। যে কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় দিন খেলা শুরু হলেও বৃষ্টি ও কম আলোর জন্য মাত্র ৬৪.৪ ওভার খেলা হয়। তৃতীয় দিনও বৃষ্টিতে বন্ধ হয়েছে ম্যাচ। আর চতুর্থ দিন বৃষ্টির জন্য ম্যাচ শুরুই করা যায়নি। ভারতীয় দল প্রথম ব্যাটিং করে ২১৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল ১০১/২। মঙ্গলবার, ম্যাচের পঞ্চম দিনও বাধ সেধেছে বৃষ্টি। তবে আপাতত খেলা শুরু হয়েছে। ম্যাচে ফয়সালা হয় কি না, সেটাই এখন দেখার।
বিশ্ব টেস্ট ক্রিকেটের মহারণে নামার আগে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পায়নি। দলের প্রথম একাদশে অভিজ্ঞদের বেছে নেওয়ার এটাও একটা কারণ। অন্যদিকে, সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে অনুশীলনের দিক থেকে ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত দুই টেস্টের সিরিজ খেলেছিল গত বছরের শুরুর দিকে। ওই সিরিজে ভারতকে ২-০ হারতে হয়েছিল। ওই সিরিজে ব্ল্যাক ক্যাপসদের বোলিং অ্যাটাকের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলোচনা চলেছে যে, নিউজ়িল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। কিন্তু সুনীল গাওস্কর ও মন্টি পানেসরের মতো বিশেষজ্ঞরা মনে করছেন, সাউদাম্পটনে এখন গরম পড়েছে। ফলে এখানকার পিচে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার মতো ভারতীয় স্পিনার সাহায্য পেতে পারেন।
তবে আর একটা বিষয় উল্লেখ না করলেই নয়। নিউজ়িল্যান্ডের বোলাররা বল সুইং করাতে সিদ্ধহস্ত। আর ডিউক বলে তাঁদের কাজটা সহজ হতে পারে। ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অনেক সময়ই নিউজ়িল্যান্ডের সুইং বোলারদের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। পিচ কিউরেটর সাইমন লি বলেছেন, তিনি চান পিচে পেস ও বাউন্স যেন থাকে।
ভারত ও নিউজ়িল্যান্ড - পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে।
WTC 2021 Live: ৮ উইকেটে হার ভারতের
নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল।
World Test Championship Final Live: কেন উইলিয়ামসনের অর্ধশতরান
অধিনায়কোচিত অর্ধশতরান কেন উইলিয়ামসনের। তাঁর এই ইনিংসের সুবাদেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পথে নিউজিল্যান্ড।
WTC 2021 Live: হারের সামনে ভারত
কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি ভাঙতে পারল না ভারতীয় দল। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে জয়ের একদম কাছে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।
World Test Championship Final Live: ১০০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর
১০০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর। জয়ের জন্য দরকার আর মাত্র ৩৯ রান।
WTC 2021 Live: হারের মুখে ভারত
জয়ের জন্য় নিউজিল্যান্ডের দরকার আর মাত্র ৪৩ রান। এখনও খেলা হবে ১৬ ওভার। ফলে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো অত্যন্ত কঠিন।