WTC Final 2023: বিপাকে ফেলতে পারেন দুই তারকা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অজিদের সতর্কবার্তা পন্টিংয়ের
IND vs AUS: ৭ জুন থেকে ওভালের ময়দানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
নয়াদিল্লি: আর মাত্র দিন কয়েক বাকি। তারপরেই টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ইংল্যান্ডের ওভালে (The Oval) এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। দুই শক্তিধর দেশের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়ের আশায় গোটা ক্রিকেটবিশ্ব। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে দুই ভারতীয় ব্যাটারদের দিকে বিশেষ দৃষ্টিপাত করার পরামর্শ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।
পন্টিংয়ের সতর্কবার্তা
কে সেই দুই ক্রিকেটার? তাঁরা আর কেউ নন বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কোনও রাখঢাক না করেই পন্টিং স্পষ্ট জানিয়ে দেন যে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাফল্য পেতে হলে পূজারা ও কোহলিকে শান্ত রাখা খুবই প্রয়োজনীয়। কিংবদন্তি অজি অধিনায়ক বলেন, 'অস্ট্রেলিয়ান দল যে নিজেদের সাজঘরে বিরাট কোহলিকে নিয়ে আলাপ আলোচনা করবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি ওরা পূজারাকে নিয়েও আলোচনা করবে।'
এই বিষয়ে কথা বলতে গিয়ে পন্টিং যোগ করেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে পূজারা অজিদের বারংবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এবং এখানকার পিচটা কিন্তু অনেকটা অস্ট্রেলিয়ার পিচগুলির মতোই। ওকে তাড়াতাড়ি আউট করতেই হবে। ওরা এটাও জানে যে বিগত দুই সপ্তাহে বিরাট কোহলি নিজের সেরা ফর্ম ফিরে পেয়েছেন, যদিও সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে। ও (কোহলি) আমাকে বলছিল যে ব্যাটিং করার সময় ওর নিজেরও মনে হচ্ছে যে ক্রমেই ও সেরা ছন্দটা ফিরে পাচ্ছে। অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এটা একটা বড় সতর্কবার্তা।'
অবশ্য পূজারা বা কোহলি, ওভালে ভারতের দুই তারকা ব্যাটারের কারুরই গড় খুব একটা আহামরি নয়। কোহলি দক্ষিণ লন্ডনের এই ক্রিকেট মাঠে স্রেফ ২৮.১৬ গড়ে রান করেছেন, সেখানে পূজারার গড় আরও কম, ১৯.৫। তবে সাম্প্রতিক সময়ে কোহলি আইপিএলে এবং পূজারা কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে দারুণ ছন্দে একের পর এক বড় ইনিংস খেলেছেন। তাই ওভালের ময়দানে নিজেদের রেকর্ড বদলে ফেলার বড় সুযোগ রয়েছে দুই ভারতীয় তারকার সামনেই।
দলে নেই হার্দিক
তবে ভারতীয় নির্বাচকরা এক তারকাকে দলে না নিয়ে খানিকটা ভুলই করেছে বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, 'আমি ভাবছিলাম এমন একটা টেস্ট ম্যাচে ভারতীয় দলের জন্য হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মতো একজন কতটা গুরুত্বপূর্ণ হতে পারত। জানি ও দিনকয়েক আগেই বলেছিল যে টেস্ট ম্যাচের ধকল সামলানোটা ওর শরীরের পক্ষে বেশ কষ্টকর। তবে এটা তো একটা টেস্ট ম্যাচের ব্যাপার। আইপিএলে তো প্রতিটি ম্যাচে ও বেশ গতিতেই বল করেছে। এক ম্যাচের জন্য ও কিন্তু এক্স-ফ্যাক্টার হয়ে উঠতেই পারত। ব্যাট এবং বল, উভয় বিভাগেই খেলা ঘোরাতে পারে ও। দুই দলের মধ্যে হার্দিক কিন্তু পার্থক্য গড়ে দিতেই পারত।'
আরও পড়ুন: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?