WTC Final: ''বিশ্বকাপ জিততে চাইলে ক্যাপ্টেন্সি থেকে রোহিতকে সরানো হোক'', আর্জি বিসিসিআইকে
WTC Final 2023: লায়নের যেই বলে তিনি লেগবিফোর হন, সেই স্যুইপ শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। প্রথম ইনিংসেও কামিন্সের বলে লেগবিফোর হয়ে ফিরে যান তিনি।
লন্ডন: অধিনায়ক হিসেবে একটি নিদাহাস ট্রফি ও একটি এশিয়া কাপ জিতেছিলেন। বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রোহিত শর্মাকেই তাই দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে। কিন্তু এরপর থেকে একটিও ট্রফি জিততে পারেননি ডানহাতি এই মুম্বইকর। এমনকী নিজের পারফরম্যান্স গ্রাফও ক্রমেই নীচের দিকে। টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পর এবার রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর দাবি উঠল। সোশ্য়াল মিডিয়ায় সোচ্চার হলেন অনেকেই। অনেকেই তো আবার বিরাট কোহলিকেও ফিরিয়ে আনার দাবি জানালেন অধিনায়ক হিসেবে। আবার অনেকে ম্যাচে অনুষ্কা শর্মার স্ট্য়ান্ড বসে থাকার ছবি পোস্ট করেও বিদ্রুপ করেছেন।
In last three year India bottled 2 T20 WCs, 2 WTCs and a Asia Cup #WTC23Final pic.twitter.com/5qjwuxi3Yv
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) June 11, 2023
In last three year India bottled 2 T20 WCs, 2 WTCs and a Asia Cup #WTC23Final pic.twitter.com/5qjwuxi3Yv
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) June 11, 2023
We lost 3 ICC tournament under Rohit Sharma in just 9 Months Sack him @BCCI #WTCFinals pic.twitter.com/VgJdy21dsf
— Ahmeddd (@meeahmadd) June 11, 2023
Bahut hogya...Call me Misogynist but please ban Anushka Sharma from Stadium 🏟️#WTCFinals pic.twitter.com/Hd1DCF75m4
— Ahmeddd (@meeahmadd) June 11, 2023
গতকাল ম্যাচের চতুর্থ দিনে ৪৩ রানের মাথায় আউট হন রোহিত। লায়নের যেই বলে তিনি লেগবিফোর হন, সেই স্যুইপ শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। প্রথম ইনিংসে লেগবিফোর হয়ে ফিরে যান তিনি।
Ganguly was hyped for BCCI president post, Dravid saab was hyped for head coach post (by me too), Rohit was hyped for captaincy, but nothing has changed so far. The process, intent, selections, blah blah. Tried now.
— Silly Point (@FarziCricketer) June 11, 2023
Can't handle Captaincy
— RavY¹⁸ (@Ra_Virat18) June 11, 2023
Can't Bat
Can't field
Can't stay fit
Use less player
Rohit Sharma The biggest Choker of cricket.
Sack Rohit From captaincy if you want to win 2023 ODI WC.
RETIRE VADAPAV
SACK ROHIT#SackRohit #SackCaptaincy pic.twitter.com/VHaiQY8pdT
২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ভারত। সেবার গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় টিম ইন্ডিয়া। এরপরই সীমিত ওভারের ফর্ম্যাটে কােহলির পরিবর্তে রোহিতকে অধিনায়ক নির্বাচিত করা হয়। টেস্টে বিরাট নিজেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর রোহিতকে টেস্টেও অধিনায়ক নির্বাচিত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি দেশকে জেতাতে পারলেন না হিটম্য়ান।