Hardik Pandya: বড় তাড়াতাড়ি টেস্ট ক্রিকেট থেকে দূরে সরছেন হার্দিক, বলছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি
Lance Klusener: ত্রিপুরা ক্রিকেট দলের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছেন ক্লুজনার। ছোট রাজ্য থেকেও আইপিএল বা ভারতীয় দলের জন্য ক্রিকেটার তুলে আনতে চান তিনি।
কলকাতা: তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। তারপর থেকে প্রায় ৫ বছর কেটে গিয়েছে। হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) আর টেস্টে দেখা যাচ্ছে না। পুরোপুরি সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করেছেন বঢোদরার তারকা।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার লান্স ক্লুজনারের (Lance Klusener) মতে, টেস্ট থেকে বড় তাড়াতাড়ি দূরে সরছেন হার্দিক। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার বলেন, 'হার্দিক দুর্দান্ত ক্রিকেটার। আর ও যদি ফিট থাকে ও ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের বেশি গতিতে বল করে যেতে পারে, প্রতিপক্ষ হিসাবে ও দুর্ধর্ষ হয়ে উঠবে।'
হার্দিক কি টেস্ট থেকে একটু তাড়াতাড়ি সরে যাচ্ছেন? ক্লুজনার বলেন, 'সম্ভবত হ্যাঁ। টেস্ট ক্রিকেট সব সময় বিরাট পরীক্ষা। ক্রিকেটার হিসাবে আপনি কেমন, তার সবচেয়ে বড় পরীক্ষা এই ফর্ম্যাটেই। সময় এগিয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট এখনও আগের মতোই আছে।'
হার্দিকের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেন স্টোকসের উদাহরণ টেনে এনেছেন হ্যান্সি ক্রোনিয়ের অন্যতম সৈনিক। ক্লুজনার বলেছেন, 'বেন স্টোকসের মতো ক্রিকেটার, যারা ব্যাটের পাশাপাশি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বা তারও বেশি গতিতে টানা বল করে যেতে পারে তারা যে কোনও দলের সম্পদ।'
ক্লুজনার নিজে পেসার অলরাউন্ডার ছিলেন। একটা সময় তাঁকে বিশ্বের সেরা অলরাউন্ডার মনে করা হতো। ক্লুজনার জানিয়েছেন, ক্রিকেটের তিন ফর্ম্যাটের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে গিয়ে পেসার অলরাউন্ডারদের সংখ্যা কমছে।
একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট মানেই স্পিনারদের রমরমা। তবে সম্প্রতি অনেক ভাল ভাল পেসারও উঠে এসেছেন। ভারতীয় দলের জোরে বোলিং আক্রমণকে সমৃদ্ধ করেছেন। যা দেকে ক্লুজনারের উপলব্ধি, 'স্পিন হোক বা পেস, ভারত এখন দুইয়েই সমান শক্তিশালী। ওদের বোলিং আক্রমণ এমনই যে কোনও উইকেটে ভাল খেলবে।' যোগ করেছেন, 'অনেক ভাল ভাল পেসার উঠে এসেছে ভারতীয় দলে। যে কারণে পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত।'
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ফেভারিট কারা? ক্লুজনার বলছেন, 'এটা বলা খুব কঠিন। আমার মনে হয় লড়াইটা অস্ট্রেলিয়ার বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের। আর সেই লড়াইয়ে যারা জিতবে, পাইনালেও তারাই এগিয়ে।'
ত্রিপুরা ক্রিকেট দলের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছেন ক্লুজনার। ছোট রাজ্য থেকেও আইপিএল বা ভারতীয় দলের জন্য ক্রিকেটার তুলে আনতে চান তিনি।