WTC Points: পাকিস্তান নেমে গেল ভারতের নীচে, উঠে এল শ্রীলঙ্কা, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ কোথায়?
ICC: গলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানে শ্রীলঙ্কা হারিয়ে দিতেই বড়সড় পরিবর্তন হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে।
দুবাই: গলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানে শ্রীলঙ্কা হারিয়ে দিতেই বড়সড় পরিবর্তন হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে। তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। তাদের জয়ের শতকরা হার ৫৩.৩৩ শতাংশ। আর পাকিস্তান নেমে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও নীচে। ভারত রয়েছে তালিকার চার নম্বরে। টিম ইন্ডিয়ার জয়ের শতকরা হার ৫২.০৮ শতাংশ। পাঁচ নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। বাবর আজমদের জয়ের শতকরা হার ৫১.৮৫ শতাংশ।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার জয়ের শতকরা হার ৭১.৪৩ শতাংশ। আর অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৭০ শতাংশ।
আপাতত টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে ৫টি দল। লিগ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হারের ব্যবধান সামান্যই। পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ছয় থেকে একলাফে তিন নম্বরে চলে আসে শ্রীলঙ্কা। আপাতত ভারতকে টপকে গেলেও পাকিস্তানকে টেনে পাঁচ নম্বরে নামিয়ে দেন করুণারত্নেরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে তিন নম্বরে উঠে এসেছিলেন বাবর আজমরা। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থান ভারতের নীচে। ভারত রয়েছে চার নম্বরে। সুতরাং, ফাইনালের দৌড়ে থাকা পাঁচটি দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান রয়েছে ক্রমানুসারে লিগ টেবিলের প্রথম পাঁচে।
Significant changes in the ICC World Test Championship standings following Sri Lanka’s triumph in the second #SLvPAK Test 👀#WTC23 | Details 👇
— ICC (@ICC) July 28, 2022
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বাকি রয়েছে আর ৬টি ম্যাচ। তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি ও বাংলাদেশে গিয়ে ২টি টেস্ট খেলবে।
আরও পড়ুন: দাড়ি-গোঁফ, মুণ্ডিতমস্তক, জলদস্যুর লুকে হইচই ফেলে দিলেন তারকা ক্রিকেটার