Prithvi Shaw: দাড়ি-গোঁফ, মুণ্ডিতমস্তক, জলদস্যুর লুকে হইচই ফেলে দিলেন তারকা ক্রিকেটার
Team India: পৃথ্বী শ-র (Prithvi Shaw) নতুন লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মুম্বইয়ের ক্রিকেটার নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন লুক প্রকাশ করেছেন।
মুম্বই: গালে দাড়ি। সঙ্গে মানানসই গোঁফ। অথচ মাথা মোড়ানো। চকচকে। মুণ্ডিতমস্তক ক্রিকেটারকে দেখে চমকে যাচ্ছেন অনেকেই।
পৃথ্বী শ-র (Prithvi Shaw) নতুন লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মুম্বইয়ের ক্রিকেটার নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন লুক প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি এখন মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।
পৃথ্বী সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল সমুদ্রের বুকে এক নৌকায়। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, 'আমিই আমার অধিনায়ক। জলদস্যু স্টাইল।'
View this post on Instagram
রঞ্জি ট্রফি ফাইনালে শেষবার মাঠে দেখা গিয়েছিল ডানহাতি ব্যাটারকে। তাঁর নেতৃত্বেই মুম্বই রঞ্জি ট্রফির ফাইনাল খেলে। কিন্তু মধ্যপ্রদেশের কাছে ফাইনালে হেরে যান পৃথ্বীরা। রঞ্জি ট্রফির রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মুম্বইকে।
প্রতিভাবান ব্যাটার এক বছর জাতীয় দলের বাইরে। টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের জুলাই মাসে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ৪৯ বলে ৪৯ রান করেছিলেন। তবে তারপর থেকেই নির্বাচকদের নজরে নেই পৃথ্বী। তাঁর ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: কোভিড আতঙ্ক সিন্ধুকে নিয়ে, কমনওয়েলথ শুরুর আগেই কি চাপ বাড়ল ভারতের?