এক্সপ্লোর
দুরন্ত ইয়াসির শাহ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের
আবু ধাবি: লেগ-স্পিনার ইয়াসির শাহ-র ভেলকির জোরে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান।
প্রথম ইনিংসের পর এদিন আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলের হয়ে দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠেন ইয়াসির। ১২৪ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের ৬টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন তিনি। ফলে ম্যাচে তাঁর ১০ উইকেট সম্পন্ন হল। এই নিয়ে দ্বিতীয়বার একটি টেস্ট ম্যাচে দশ বা তার অধিক উইকেট সংগ্রহ করেন ইয়াসির।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল ৪৫৬ রানের লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান। দারুন লড়াইও দেয় ক্যারিবিয়ানরা। কিন্তু, তা যথেষ্ট ছিল না।
পঞ্চম দিনের চা-বিরতির আগেই ৩২২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের লড়াই। ১৩৩ রানে দ্বিতীয় টেস্ট জিতে নেয় পাক দল। এর আগে দুবাইতে প্রথম টেস্ট ৫৬ রানে জিতেছিল পাকিস্তান। ফলে, তিন-ম্যাচের সিরিজের শেষ টেস্টের আগেই সিরিজ পকেটে পুরল পাকিস্তান।
সিরিজ জিতে উঠে ইয়াসিরের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক মিসবা-উল-হক। বলেন, পিচ এতটাও স্পিন সহায়ক ছিল না। তবে, ইয়াসির দুরন্ত বল করেছে। অন্যদিকে, হারলেও, দলের পারফরম্যান্স খুশি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement