Akram On Rohit: টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত, বিরাট খেলুক, কেন এমন চাইছেন আক্রম?
T20 World Cup: প্রাক্তন পাক অধিনাতক ও কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি ২০ বিশ্বকাপে রোহিত, বিরাট ২ জনেরই খেলা উচিৎ।
করাচি: ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই একটা প্রশ্ন ভারতীয় ক্রিকেটে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। দলের ২ সিনিয়র ক্রিকেটা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আগামী বছর টি২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি না এলেও শোনা যাচ্ছে যে রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি ২০-তে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে প্রাক্তন পাক অধিনাতক ও কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি ২০ বিশ্বকাপে রোহিত, বিরাট ২ জনেরই খেলা উচিৎ।
এক টিভি সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক জানান যে, "টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র ৬ মাস বাকি রয়েছে। আমি হলে নিশ্চিন্তে এই দুজনকে ভারতীয় দলের রাখতাম তার কারণ একটা দলে অভিজ্ঞতা ও তারুণ্য দুটোই দরকার। ওরা ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ড প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। বিশ্বকাপের মতো মঞ্চে গোটা তরুণ ব্রিগেট নিয়ে কখনোই নামা উচিত নয় অভিজ্ঞতা ও সেখানে দরকার।"
আক্রম আরো জানান যে, "ভারতীয় ক্রিকেটের এই দুজন এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর এমন ফর্মে থাকা পরিস্থিতিতে বিরাট রোহিতের মতো ব্যাটারকে দলের বাইরে রাখা কখনোই উচিত হবে না।"
উল্লেখ্য গত ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি ৭৬৫ রান করে ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক হয়েছেন। এছাড়াও টুর্নামেন্ট সেরা হয়েছে তিনি। ব্যাটারদের তালিকায় দ্বিতীয় সর্বাধিক রানও ছিল ভারতীয় ব্যাটারির দখলেই। রোহিত শর্মার দখলে ছিল ৫৯৭ রান। তবে চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যে মাঠে নেমেছে সেই সিরিজে বিরাট ও রোহিত কেউই খেলছেন না। তাদের বদলে পুরো তরুণ ব্রিগেড নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। সূর্য কুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন এই দলকে।
সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে বিরাট ও রোহিত যদি নিজেরা খেলতে চান তবে তারা আগামী বছর আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেই পারে কারণ তাদের মত প্লেয়ারকে দলের বাইরে রাখার সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্টও। যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর থেকে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরমেটে আর নামতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে।