Sachin On Roger: ''তোমার টেনিস দেখা ছিল একটা নেশা, যার অবসর হয় না'', রজারকে বার্তা সচিনের
Roger Federer Retirement: ২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি।
মুম্বই: শুধুমাত্র টেনিস বিশ্ব নয়। রজার ফেডেরারের অবসরের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় বর্তমান ও প্রাক্তন তারকারাও। সুইস সম্রাটের অবসরের খবর জানার পরই সোশাল মিডিয়ায় ফেডেক্সকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। নিজের সোশাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার বলেন, ''অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।''
View this post on Instagram
রজারকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট নাদালের
২ জনে প্রায় একই সময় থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেছিলেন। রজার কয়েক বছর আগে শুরু করেছিলেন তাঁর টেনিস কেরিয়ার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাফা লিখেছেন, ''বন্ধু রজার। আশা করি এমন দিন আর কখনও আসবে না। আমার কাছেই শুধু নয়, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এটা খুবই দুঃখের দিন। আমি আগেও এটা তোমায় বলেছিলাম। আর আজ ঠিক সেটাই হল। এটা অসাধারণ ও গর্বের মুহূর্ত আমার কাছে যে তোমার সঙ্গে এতগুলো বছর কোর্টে ও কোর্টের বাইরে সময় কাটাতে পেরেছি। আমাদের এখনও অনেক কাজ বাকি। আগামীতে একসঙ্গে সেই কাজ সারব। আপাতত তুমি তোমার স্ত্রী-র সঙ্গে, সন্তানদের সঙ্গে সময় কাটাও। লন্ডনে লেভার কাপে খেলার সময় দেখা হচ্ছে।''
২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি।