![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yusuf Pathan: ২২ গজে ফের পাঠান ঝড়, মহম্মদ আমিরের এক ওভারে ২৫ রান তুললেন ইউসুফ
Yusuf Pathan Update: কোয়ালিফায়ার-১ ম্যাচে ১০ ওভারে ১৪৪ রান তাড়া করতে নেমে ইউসুফের ঝোড়াে ব্যাটিংয়ে ভর করেই ম্য়াচে জয় ছিনিয়ে নেয় জোহানেসবার্গ বাফেলোস।
![Yusuf Pathan: ২২ গজে ফের পাঠান ঝড়, মহম্মদ আমিরের এক ওভারে ২৫ রান তুললেন ইউসুফ Yusuf Pathan smashes Mohammad Amir for 25 runs in one over in Zimbabwe Afro T10 league Yusuf Pathan: ২২ গজে ফের পাঠান ঝড়, মহম্মদ আমিরের এক ওভারে ২৫ রান তুললেন ইউসুফ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/b5b86a1ffae304354bfbfe0ae59a08a71690635290141206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হারারে: জিম্বাবোয়ে অ্যাফ্রো টি-টেন লিগে ব্যাট হাতে পাওয়া গেল সেই পুরনো ইউসুফ পাঠানকে। মহম্মদ আমিরের এক ওভারে ২৫ রান তুললেন প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার। শুরু তাইই নয়। ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেললেন তিনি। টুর্নামেন্টে জোহানেসবার্গ বাফেলোসের হয়েছে খেলছেন ইউসুফ। ডারবান কালান্দারের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের। কোয়ালিফায়ার-১ ম্যাচে ১০ ওভারে ১৪৪ রান তাড়া করতে নেমে ইউসুফের ঝোড়াে ব্যাটিংয়ে ভর করেই ম্য়াচে জয় ছিনিয়ে নেয় জোহানেসবার্গ বাফেলোস।
দুরন্ত ইনিংস খেলার পর ইউসুফ বলেন, ''আমি এমন ইনিংস এর আগেও খেলেছি। টি-টোয়েন্টি, ওয়ান ডে-তে ভারতীয় দলের হয়ে খেলেছি এমন ইনিংস। এই ইনিংসটিও আমার কাছে ভীষণ স্পেশাল। ইরফান রয়েছে। আমার ছেলে রয়েছে এখানে। আইপিএলে গুজরাত টাইটান্স হেরে যাওয়ার পর ও কেঁদে দিয়েছিল। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর সামনে ভাল ইনিংস খেলব, ওকে খুশি দেখতে চেয়েছিলাম। ঠিক সেটাই করেছি। খুব ভাল লাগছে। এই ফর্ম ধরে রাখতে চাই।'' নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান ইউসুফ। অর্ধশতরানের পথে বঢোদরা অলরাউন্ডার ২টো বাউন্ডার ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি।
হারারে স্পাের্টস ক্লাবে হওয়া এই ম্যাচে টস জেতে জোহানেসবার্গ বাফেলোস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টস জিতে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান বোর্ডে তুলে নেয় ডারবান কালান্দার। টিম শেফার্ট ১১, আন্দ্রে ফ্লেচার ১৪ বলে ৩৯ রান করেন। নিক ওয়েলস ৮ বলে ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় জোহানেসবার্গ।
বিশ্রাম রোহিত, বিরাটকে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে সিনিয়র ২ ক্রিকেটার রোহিত ও বিরাটকে বিশ্রাম দেওয়া হল। এই দুই ক্রিকেটারের বদলে দলে ঢুকেছেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। এছাড়া হার্দিক পাণ্ড্য এই ম্যাচে নেতৃত্বভার সামলাচ্ছেন। সিরিজে হার্দিকই রোহিতের ডেপুটি। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে তারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)