প্রথম জাতীয় দলে সুযোগ! স্মৃতিচারণায় ছবি পোস্ট করলেন যুবরাজ
রাহুল দ্রাবিড় ও বিজয় দাহিয়ার সঙ্গে যুবরাজের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিরোনামেও উঠে এসেছে।
নয়াদিল্লি: সাল ২০০০। নকআউট ট্রফির জন্য দল ঘোষণা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। অতীতের সেই স্মৃতি স্মরণ করে নিজের আন্তর্জাতিক অভিষেকের প্রাক মুহূর্তের ছবি পোস্ট করলেন যুবরাজ সিংহ। ছবির ওপরে লিখেছেন ‘মেজর থ্রোব্যাক’। রাহুল দ্রাবিড় ও বিজয় দাহিয়ার সঙ্গে যুবরাজের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিরোনামেও উঠে এসেছে।
চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ। যদিও অবসরের পরও কানাডায় পেশাদার টি-টোয়েন্টি লিগে খেলেছেন যুবি। ছাড়পত্র দিয়েছিল বিসিসিআই। অবসরের আগ পর্যন্ত ভারতের হয় ৩০৪টি ওয়ান ডে খেলেছেন পঞ্জাবের এই বাঁ হাতি তারকা অলরাউন্ডার। এই ফরম্যাটে ৯ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর। ঝুলিতে রয়েছে ১৪টি শতরান সহ ৪২টি অর্ধশতরান। এছাড়াও ৪০টি টেস্টে ৩টি শতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টি শতরান না পেলেও ৮টি পঞ্চাশের ওপর স্কোর রয়েছে যুবরাজের। সব মিলিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ১০ হাজারের বেশি রান ও দেড়শোর কাছাকাছি উইকেট রয়েছে তাঁর।