এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ১৫ বছর আগের ম্যাচের ভিডিও শেয়ার করে যুবরাজকে খোঁচা হরভজনের
সেই ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হয়। তবে যুবরাজ-হরভজনের জুটির সৌজন্যে ভারত ৯ উইকেটে ২৪৯ রান করে। যুবরাজ ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন। হরভজন ১৭ বলে ৩৭ রান করেন।
নয়াদিল্লি: ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংহকে ট্রোল করলেন হরভজন সিংহ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, যুবরাজ ও হরভজন একসঙ্গে ব্যাটিং করছেন। এর সঙ্গে যুবরাজকে উদ্দেশ্য করে হরভজন লিখেছেন, ‘ক্যামিও হানজি জনাব যুবরাজ। তুমি ১০০ রানে ব্যাটিং করছিলে, আমি না পাজি। ভাল খেলেছিলে।’
জবাবে যুবরাজ লেখেন, ‘পাজি, আমিই ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম, তোমাকে স্ট্রাইক দেওয়া উচিত। কারণ, তুমি বাউন্ডারি মারছিলে।’
সেই ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হয়। তবে যুবরাজ-হরভজনের জুটির সৌজন্যে ভারত ৯ উইকেটে ২৪৯ রান করে। যুবরাজ ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন। হরভজন ১৭ বলে ৩৭ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন।
এই ম্যাচে অবশ্য ভারতীয় দল জয় পায়নি। জ্যাক কালিস (৬৭) ও অ্যাশওয়েল প্রিন্সের (৪৬) জুটিতে ৯১ রান যোগ হয়। পাঁচ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement