Yuvraj On Dhoni: ধোনির সঙ্গে বন্ধুত্ব না তিক্ততা? খোলামেলা জানালেন যুবরাজ
Yuvraj Singh: ২০১১ সালে বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ। গোটা টুর্নামেন্ট জুড়ে অনবদ্য ক্রিকেট খেলেছিলেন। আর ফাইনালের নায়ক ধোনি।
নয়াদিল্লি: তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে বরাবর চর্চা হয়েছে সব মহলে। কেউ কেউ বলেন, তাঁদের মধ্যে নাকি বেজায় ঝামেলা। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে যুবরাজ সিংহের (Yuvraj Singh) সম্পর্ক সত্যিই কেমন?
এ ব্যাপারে এবার মুখ খুললেন যুবরাজ নিজে। জানিয়ে দিলেন, ঠিক কীরকম সম্পর্ক তাঁর ও মাহির।
একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, 'আমাকে নিয়ে জিজ্ঞেস করলে মাহি নিশ্চয়ই ভাল জবাব দেবে। আমিও তাই দেব।' তারপরই যুবরাজ বলেছেন, 'আমি আর মাহি মোটেও ঘনিষ্ঠ বন্ধু নই। আমাদের বন্ধুত্ব শুধু ক্রিকেটের জন্য। কারণ আমরা একসঙ্গে খেলেছি। আমার আর মাহির জীবনধারা সম্পূর্ণ আলাদা। তাই আমরকা কোনওদিনই ঘনিষ্ঠ ছিলাম না। আমরা শুধু ক্রিকেটের জন্য বন্ধু। আমি আর মাহি একসঙ্গে যখন মাঠে নামতাম, দেশের জন্য একশো শতাংশ দিতাম।'
২০১১ সালে বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ। গোটা টুর্নামেন্ট জুড়ে অনবদ্য ক্রিকেট খেলেছিলেন। আর ফাইনালের নায়ক ধোনি। বিরাট কোহলি আউট হতেই যিনি মাঠে নামেন এবং অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। যুবরাজ বলেছেন, 'ও দলের অধিনায়ক ছিল। আমি সহ অধিনায়ক ছিলাম। ও যখন দলে আসে, আমার চেয়ে ৪ বছরের জুনিয়র ছিল। যখন একজন অধিনায়ক আর অন্যজন সহ অধিনায়ক হয়, তখন সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হয়। মাঝে মধ্যে ও এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা আমার পছন্দ হয়নি। মাঝে মধ্যে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা ওর পছন্দ হয়নি। এটা অবশ্য স্বাভাবিক। সব ক্রিকেটারদের মধ্যে হয়। সব দলেই হয়। সে যে দলের কথাই বলুন না কেন। এর জন্য দলের উন্নতিও হয়।'
যুবরাজ জানিয়েছেন, দলের সকলকে একে অপরের ভাল বন্ধু হতেই হবে, এমন কোনও মানে নেই। তাঁর কথায়, 'প্রত্যেকের জীবনযাপন আলাদা। দক্ষতা আলাদা। এক একজন মানুষের ঘনিষ্ঠ বৃত্তে এক একজন থাকেন। মাঠে পারফর্ম করার জন্য সেরা বন্ধু হওয়ার দরকার নেই। যে কোনও দলেই এটা হয়। দলের এগারো জনই দারুণ বন্ধু হয় তা নয়। কারও সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকে। কারও সঙ্গে থাকে না।'
আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে