এক্সপ্লোর
ম্যাচ চলাকালে গালিগালাজ করায় অ্যাডাম জাম্পাকে তিরস্কার আইসিসি-র
ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গালিগালাজ করায় অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পাকে তিরস্কার করল আইসিসি।

লন্ডন: ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গালিগালাজ করায় অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পাকে তিরস্কার করল আইসিসি। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলাকালে আইসিসি-র আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করার জন্য অদজি বোলার অ্যাডাম জাম্পাকে তিরস্কার করা হয়েছে। জাম্পাকে প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট কর্মীদের জন্য আইসিসি-র আচরণবিধির ধারা ২.৩ লঙ্ঘন করতে দেখা গিয়েছে। আন্তর্জাতিক ম্যাচে শ্রবনযোগ্য গালিগালাজ ব্যবহার সংক্রান্ত ওই ধারা। আনুষ্ঠানিক হুঁশিয়ারির পাশাপাশি জাম্পার শৃঙ্খলাসংক্রান্ত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৯ তম ওভারের শেষে ওই ঘটনা ঘটে। জাম্পাকে গালিগালাজ করতে শোনেন আম্পায়াররা। দোষ স্বীকার করে নিয়েছেন জাম্পা এবং ম্যাচত রেফারি জেফ ক্রো-র প্রস্তাবিত শাস্তি গ্রহণ করে নিয়েছেন। তাই এক্ষেত্রে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















