Zinedine Zidane Update: রোনাল্ডোর পর এবার মেসিদের কোচ হওয়ার দৌড়ে জিদান
Zinedine Zidane Update: রোনাল্ডোর কোচ হিসেবে দেখা গিয়েছে এই ফরাসি ফুটবল জাদুকরকে। এবার রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী মেসির কোচ হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।
প্যারিস: কোনকিছুই এখনও নিশ্চিত নয়। আবার কোনও কিছুই অসম্ভবও নয়। সূত্রের খবর, মেসিদের কোচ হতে পারেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। অতীতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোচ হিসেবে দেখা গিয়েছে এই ফরাসি ফুটবল জাদুকরকে। এবার রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী মেসির (messi) কোচ হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।
শোনা যাচ্ছে যে, আগামী মরসুমেই মৌরিসিয়ো পোচেত্তিনোর পরিবর্তে পিএসজির কোচ হতে পারেন জিদান। বিখ্যাত ফরাসি সাংবাদিক ড্যানিয়েল রিয়েলো এই খবর প্রথম প্রকাশ্যে এনেছেন। এর আগে মেসির বার্সা ছেড়ে পিএসজি যোগ দেওয়ার খবরও প্রথম তিনিই জানিয়েছিলেন। ফ্রান্সের জনপ্রিয় রেডিয়ো স্টেশন আরএমসি-র পডকাস্টে রিয়োলো বলেছেন, ''জুনের পরেই পিএসজি-র দায়িত্ব নিচ্ছেন জিদান।''
গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান (Zinedine Zidane)। যদিও তাঁর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য সেখানে দেওয়া হয়নি। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল নাকি তিনি উপসর্গহীন ছিলেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি সে সময়। করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে থাকতে হয়েছিল রিয়ালের হেড কোচকে। সে যাত্রায় তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। ফলে পুনরায় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। তবে ম্যাচের আগে কোভিড বিধি মেনে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্টের সময়ই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকের পরই রিয়াল মাদ্রিদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিনেদিন জিদান। প্রথম পর্বে তিন বছর এই ক্লাবের হয়ে কোচিং করেছিলেন। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জিজু। ২০১৬ সালে রাফায়েল বেনিটেজের জায়গায় সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ হয়ে আসেন জিদান। সেই থেকে মোট ৯টি ট্রফি জিতেছেন। এরমধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হ্যাটট্রিক। এরপর ২০১৯ সালে ফের রিয়ালের ম্যানেজার হয়ে আসেন প্রাক্তন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।