এক্সপ্লোর
দেড় মাস পরে পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ
1/6

যার আতঙ্কে এতদিন ঘুম উড়ে গিয়েছিল, সেই তার সঙ্গেই সেলফি! মরা বাঘ দেখতে এভাবেই ভিড় উপচে পড়ে পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে। পরে মরা বাঘ নিয়ে যাওয়া হয় হরিধ্বনি দিতে দিতে।
2/6

জঙ্গলে ঢুকে রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন দুই গ্রামবাসী। তাঁদের দাবি, অতর্কিতে হামলা চালায় বাঘ। থাবার ঘায়ে আহত হন তাঁরা। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই উদ্ধার হল বাঘের মৃতদেহ।
Published at : 13 Apr 2018 09:11 PM (IST)
View More






















