5g spectrum Update: শীঘ্রই দেশে 5G পরিষেবা, 4G থেকে ১০ গুণ বেশি গতি হবে ইন্টারনেটের
5G Coming Soon: আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বুধবারই দেশে 5G মোবাইল নেটওয়ার্কের কাজে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার
5G Coming Soon: আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বুধবারই দেশে 5G মোবাইল নেটওয়ার্কের কাজে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। এদিন বেসরকারি কোম্পানিগুলিকে 5G স্পেকট্রাম ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে শীঘ্রই দেশে 5G ইন্টারনেট পরিষেবার সাক্ষী থাকবে দেশ।
5G spectrum Update: কোন পথে অনুমতি ?
অনেকদিন ধরেই দেশে 5G পরিষেবা নিয়ে চর্চা চলছিল। দেশে 5G ইন্টারনেট পরিষেবার সম্ভাবনার কথা মাথায় রেখে একের পর এক 5G স্মার্টফোন আনতে শুরু করে কোম্পানিগুলি। সম্প্রতি এয়ারটেল দাবি করে, ভারতে 5G পরিষেবা চালু করতে প্রস্তুত কোম্পানি। এই বিষয়ে সব ধরনের পরীক্ষায় সফল হয়েছে কোম্পানি।
তবে শুধু এয়ারটেল একা নয়, অন্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলিও সরকারের কাছে দ্রুত 5G স্পেকট্রাম নিলামের কথা বলে। এদিন সেই প্রস্তাবেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দ্রুত টেল যোগাযোগ মন্ত্রককে 5G স্পেকট্রাম নিলামের কথা বলেছে সরকার। সেই ক্ষেত্রে সেরা বিডাররাই পাবেন 5G ইন্টারনেট ব্যবহারের অনুমতি। তারাই দেশে বেসরকারি উদ্যোগ ও পাবলিক সেক্টরে এই পরিষেবা দেওয়া অনুমতি পাবে।
5G Coming Soon: কবে হবে 5G স্পেকট্রামের নিলাম ?
সরকারের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের শেষেই 5G স্পেকট্রামের নিলামের পথে হাঁটবে সরকার। সেই ক্ষেত্রে দেশের তিন নামী টেলিকম কোম্পানি এই নিলামে অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছে। এই তালিকায় নাম রয়েছে , Vodafone Idea, Bharti Airtel ও Reliance Jio-র। এখানেই শেষ নয়, টেলিকম কোম্পানিগুলির সুবিধার্থে আরও একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেই ক্ষেত্রে একসঙ্গে 5G স্পেকট্রামের টাকা দিতে সমস্যা হলে ২০টি কিস্তিতে এই অর্থ দিতে পারবে টেলিকম কোম্পানিগুলি। সরকার জানিয়েছে, নতুন 5G নেটওয়ার্ক প্রযুক্তি চালু হলে তা 4G থেকে ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে।
আরও পড়ুন : Xiaomi 11i 5G Offer : শাওমির এই ৩০ হাজারের ফোন কিনুন ৪ হাজার টাকারও কম দামে