Xiaomi 11i 5G Offer : শাওমির এই ৩০ হাজারের ফোন কিনুন ৪ হাজার টাকারও কম দামে
Xiaomi 11i 5G Offer 2022 : আপনি যদি Xiaomi-র 5g মডেল Xiaomi 11i 5G কেনার কথা ভেবে থাকেন তাহলে এখনই হতে পারে সেরা সময়।
Xiaomi 11i 5G Offer 2022 : আপনি যদি Xiaomi-র 5g মডেল Xiaomi 11i 5G কেনার কথা ভেবে থাকেন তাহলে এখনই হতে পারে সেরা সময়। Flipkart এ 'End of Season Sale' চলছে দারুণ অফার। যেখানে আপনি অনেক ধরনের এরকম পণ্য পেতে পারেন।এগুলির মধ্যে রয়েছে কম দামে Xiaomi 11i 5G। এই সেলে, আপনি অর্ধেকেরও কম দামে Xiaomi 11i 5G কিনতে পারবেন।
Xiaomi 11i 5G এ ছাড়
Xiaomi 11i 5G এর এই 5G স্মার্টফোনের দাম ফ্লিপকার্টে 29,999 টাকা হলেও বিশেষ অফারে এতে 16% ছাড় পাওয়া যাচ্ছে। যাতে ফোনটি আপনি 24,999 টাকায় কিনতে পারবেন। আপনি আপনার পুরোনো স্মার্টফোনের পরিবর্তে 16,500 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা নিলে এই ফোনের দাম আপনার জন্য 8,499 টাকা হবে। এক্সচেঞ্জ অফারের পরেও রয়েছে আরও অফার। এখন, যদি আপনি কোনও ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে ফোন কেনেন তাহলে আপনি 4 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি আরও এক হাজার টাকা ছাড় পাবেন। এইভাবে, ব্যাঙ্ক অফারের পরে আপনি 3,499 টাকায় Xiaomi 11i 5G এর মালিক হতে পারবেন।
Xiaomi 11i 5G এর বৈশিষ্ট্য
Xiaomi 11i 5G-তে আপনাকে 6.67-ইঞ্চির ফুল HD + AMOLED ডট ডিসপ্লে দেওয়া হচ্ছে।
ব্যাটারির কথা বললে, আপনাকে 5,160mAh ব্যাটারি সহ এই 5G ফোনে 67W টার্বো চার্জ সাপোর্ট দেওয়া হচ্ছে।
ক্যামেরার দিকে ঘুরে 108MP প্রধান সেন্সরের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি আপনি এতে 16MP ফ্রন্ট ক্যামেরাও পাচ্ছেন।
এই ডুয়াল সিম স্মার্টফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যায়।
এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল ফোনটি 13 মিনিটের মধ্যে 50% পর্যন্ত চার্জ হয়ে যায়।
আরও পড়ুন : Google Map Update: কোথায় পাবেন দূষণমুক্ত হাওয়া ? জানিয়ে দেবে গুগল ম্যাপ