৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !
Technology Update: চলতি বছরের অক্টোবরে 5G মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী হয়েছে দেশ। কিছু শহরে 5G পরিষেবা চালু করেছে টেলিকম সংস্থাগুলি। বাদ যায়নি দেশের নামী শহর।
Technology Update: চলতি বছরের অক্টোবরে 5G মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী হয়েছে দেশ। কিছু শহরে 5G পরিষেবা চালু করেছে টেলিকম সংস্থাগুলি। বাদ যায়নি দেশের নামী শহর। টেলিকম সংস্থাগুলির মতে, সারা দেশে এই পরিষেবা সম্প্রসারণে ২ থেকে ৩ বছর সময় লাগবে। এরই মধ্য়ে নতুন খবর দিল টেক সাইটগুলি। ২০৩০ সালের মধ্য়েই ৬জি পরিষেবা চালু হবে বিশ্বে।
6G Service: ৬জি পরিষেবার পরীক্ষায় এগিয়ে চিন
দেশজুড়ে এই ৬জি পরিষেবা পরীক্ষায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে চিন। ইতিমধ্যেই 6G নিয়ে কাজ শুরু হয়েছে ড্রাগনের দেশে। চিনা কোম্পানি জেডটিই( ZTE)দাবি করেছে, তারা ১ মিলিয়ন গিগাবিট নেটওয়ার্ক গতির সন্ধানে 6G নিয়ে গবেষণা শুরু করেছে। সংস্থা জানিয়েছে, তারা এই প্রযুক্তিতে নতুন কিছু উদ্ভাবন চায়।
6G গবেষণার এত খরচ
রিপোর্ট বলছে, ২০২২ সালে ZTE 6G গবেষণায় ১৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৮৩ বিলিয়ন টাকা) খরচ করেছে। এই সময়ে কোম্পানির অপারেটিং ইনকামের এটি প্রায় ১৭ শতাংশ বলে জানা গেছে। সংস্থা জানিয়েছে, মোবাইল যোগাযোগের ক্ষেত্রে 6G একটি বড় নেটওয়ার্ক তৈরি করবে। তবে এর পরীক্ষার কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জেডটিই বলেছে, আমাদের লক্ষ্য ৬জি উন্নয়নের পথে বিশ্বকে দিশা দেখানো। সংস্থাটি ইতিমধ্য়েই R&D করছে। সংস্থাটি তার অপারেটিং আয়ের প্রায় ১০ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করছে। সংস্থাটি আরও জানিয়েছে, এটি 6G প্রযুক্তির বিকাশের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Technology Update: অনেক বড় বড় কোম্পানি 6G পরীক্ষায় নেমেছে
অভিজ্ঞরা বলছেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বে 6G পরিষেবা চালু হতে পারে। এই 6G রেসে জেডটিই একা নয়, অনেক বড় কোম্পানি 6G পরীক্ষা শুরু করেছে। সম্প্রতি এ ক্ষেত্রে সাফল্য পেয়েছে এলজি কোম্পানিও। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ৩২০ মিটার দূরত্বে ১৫৫ থেকে ১৭৫ গিগাহার্টজ (Ghz) ফ্রিকোয়েন্সি রেঞ্জে 6G টেরাহার্টজ (THz) ডেটার ওয়্যারলেস ট্রান্সমিশন পরীক্ষা করেছে।
6G Service: ভারতও পিছিয়ে নেই
ভারতও 6G-র ক্ষেত্রে পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ এই দশকের শেষ নাগাদ 6G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। 'স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2022' গ্র্যান্ড ফিনালেতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি এই ঘোষণা করেছিলেন। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকাও 6G নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: SBI Tips: ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে সাবধান ! এক ভুলেই খালি হবে অ্যাকাউন্ট