Budget Smartphone: ৬০০০ টাকার কমে পাবেন স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচারও, কিনবেন কোথা থেকে?
Poco C51: পোকো সি৫১ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেসিয়াল আনলক সাপোর্ট।
Budget Smartphone: সস্তায় ফোন কিনবেন ভাবছেন? তাহলে অবশ্যই দেখতে পারেন পোকো সি৫১ (Poco C51) ফোন। অ্যামাজনে (Amazon India) অবিশ্বাস্য কম দামে এই স্মার্টফোন কিনতে পারবেন। ৬০০০ টাকারও কমে পোকো সি৫১ ফোন পাওয়া যাচ্ছে অ্যামাজনে। এই ৪জি ফোনের (4G Phone) ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা ধার্য হয়েছে। যাঁরা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোনের দাম দেবেন তাঁরা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। তার ফলে আরও কমবে ফোনের দাম। গতবছর এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম ছিল ৮০০০ টাকার আশপাশে। এখান দাম আরও কমেছে। রয়্যাল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক- এই দুই রঙে পোকো সি৫১ ফোন কেনা যাবে অ্যামাজন থেকে।
এবার দেখে নেওয়া যাক পোকো সি৫১ ফোনে কী কী ফিচার রয়েছে
- পলিকার্বোনেট দিয়ে তৈরি হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো সি৫১ ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন লেন্স এবং ০.০৮ মেগাপিক্সেলের auxiliary সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট রয়েছে পোকো সি৫১ ফোনে। এটি একটি ১২ এনএম অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
- পোকো সি৫১ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেসিয়াল আনলক সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে পোকো সি৫১ ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, এনএফসি এবং জিপিএস সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন অপারেটিং সফটওয়্যারের সাহায্যে।
ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে নতুন ফোন
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটো জি২৪ পাওয়ার ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই রঙে লচ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।
আরও পড়ুন- ইনস্টাগ্রামে আসছে 'ফ্লিপসাইড' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?