Amazon Great Indian Festival: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কবে শুরু হতে চলেছে? কী কী সুবিধা থাকছে ক্রেতাদের জন্য?
Amazon India: মোবাইল ফোন, অ্যাকসেসরিজ, ইলেকট্রনিক্স ডিভাইস যেমন- স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং ল্যাপটপ, স্মার্ট টিভি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের দামে থাকবে ছাড়।
Amazon Great Indian Festival: উৎসবের মরশুম শুরুর আগে অ্যামাজন (Amazon India) সংস্থা তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৩- (Great Indian Festivals 2023) এর দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর অ্যামাজনের এই সেল শুরু হবে। তবে ই-কমার্স সংস্থা তাদের সেল শেষ হওয়ার তারিখ ঘোষণা করেনি। জানা গিয়েছে, সব সেলের মতো এক্ষেত্রেও অ্যামাজন প্রাইম মেম্বাররা ৭ অক্টোবর থেকে কেনাকাটার সুযোগ পাবেন। অ্যামাজনের তরফে জানানো হয়েছে এসবিআই- এর কার্ড থাকলে এবং তা দিয়ে কেনাকাটা করা হলে ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মোবাইল এবং অ্যাকসেসরিজের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ল্যাপটপ, স্মার্টওয়াচ ও আরও অনেক কিছুতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে।
মোবাইল ফোন, অ্যাকসেসরিজ, ইলেকট্রনিক্স ডিভাইস যেমন- স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং ল্যাপটপ, স্মার্ট টিভি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের দামে থাকবে ছাড়। ভারতের ব্র্যান্ড হোক বা আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন- অ্যাপেল, আসুস, লেনোভো, ওয়ানপ্লাস, আইকিউওও, রিয়েলমি, স্যামসাং, বোট, সোনি- এই সমস্ত কোম্পানির প্রোডাক্টের দাম কমবে। অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট যেমন- ইকো, ফায়ার টিভি, কিন্ডেল সার্ভিস এইসব জিনিস অ্যামাজনের গ্রেট ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাবে সবচেয়ে কম দামে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও ক্রেতাদের জন্য থাকবে ক্যাশব্যাক অফার, নো-কস্ট ইএমআই অপশন (এক্সটেনডেড)।
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কোন কোন ফোনের দামে ছাড় থাকতে চলেছে
স্যামসাং গ্যালাক্সি এস২৩, নোকিয়া জি৪২ ৫জি, মোটোরোলা রেজর ৪০, টেকনো পোভা ৫ প্রো, রেডমি ১০ পাওয়ার এবং লাভা অগ্নি ২- এইসব ফোনের দামে ছাড় থাকতে চলেছে অ্যামাজনের সেলে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ৩, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি এবং রেডমি ১২ ৫জি ফোনের দামেও অফার থাকবে বলে জানা গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড, দু'ক্ষেত্রেই ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন ক্রেতারা। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে থাকবেও ছাড়। এছাড়াও থাকবে অ্যামাজন পে ভিত্তিক পেমেন্টের ক্ষেত্রে ছাড় এবং কুপন ডিসকাউন্ট।
জানা গিয়েছে, অ্যামাজনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টেও ৮ অক্টোবরই সেল শুরু হতে চলেছে। সেখানেও স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ, বিভিন্ন অ্যাকসেসরিজের পাশাপাশি একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্টের দামে দুর্দান্ত অফার থাকতে চলেছে। ব্যাঙ্ক অফারও থাকবে ক্রেতাদের সুবিধার জন্য।
আরও পড়ুন- ভারতে কবে আসছে ভিভো ভি২৯ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে, রইল সম্ভাব্য স্পেসিফিকেশন