এক্সপ্লোর
Youtube Shorts: ইউটিউব শর্টস থেকে টাকা উপার্জন বাড়বে এভাবে? কী করলে আরও অর্থ ঢুকবে অ্যাকাউন্টে?
ইউটিউব শর্টস থেকে আয়ের নিয়ম এখনো অনেকের কাছে ধোঁয়াশা। কত সাবস্ক্রাইবার হলে আয় শুরু হয়, এই প্রশ্নটা অনেকের।
YouTube Shorts থেকে আয়
1/5

শর্টস থেকে উপার্জন তখনই শুরু হয় যখন আপনি ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেন। এর জন্য ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ৯০ দিনে মোট ১ কোটি শর্টস ভিউ। অর্থাৎ, শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোতে সাহায্য হয় না, জরুরি হল আপনার কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছানো এবং দর্শক সেই বিষয়ে সময় কাটানো।
2/5

ওয়াইপিপি-তে যুক্ত হওয়ার পরেও তৎক্ষণাৎ উপার্জন আসে না। শর্টস থেকে টাকা তখনই পাওয়া যায় যখন আপনি শর্টস মোনেটাইজেশন মডিউল গ্রহণ করেন। এই মডিউলটি সক্রিয় হওয়ার পরে আসা ভিউগুলিই রেভিনিউয়ের অধীনে গণ্য করা হয়। আগের ভিউগুলির কোনও ভূমিকা থাকে না। এই নিয়ম বিজ্ঞাপন রেভিনিউ এবং ইউটিউব প্রিমিয়াম উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
Published at : 10 Dec 2025 05:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















