Amazon Navratri Sale: 5জি স্মার্টফোনে দারুণ অফার, ফ্ল্যাগশিপ ও বাজেট অপশনে পান আকর্ষণীয় ছাড়
5G স্মার্টফোনে বাম্পার ডিল দিচ্ছে অ্যামাজন। দারুণ ডেটা স্পিডের পাশাপাশি পাবেন সেরা স্মার্টফোনের অপশন। তাই 5G স্মার্টফোন কিনতে হলে দেখতেই পারেন অ্যামাজনের নবরাত্রি অফার।
Amazon Navratri Sale: 5G স্মার্টফোনে বাম্পার ডিল দিচ্ছে অ্যামাজন। দারুণ ডেটা স্পিডের পাশাপাশি পাবেন সেরা স্মার্টফোনের অপশন। তাই 5G স্মার্টফোন কিনতে হলে দেখতেই পারেন অ্যামাজনের নবরাত্রি অফার।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Amazon Navratri Sale: বিদেশে চালু হলেও এখনও ভারতে আসেনি 5G মোবাইল নেটওয়ার্ক। শোনা যাচ্ছে, শীঘ্রই এই প্রযুক্তি লঞ্চ হবে ভারতে। তাই নতুন স্মার্টফোন কেনার আগে ৫জি মডেল খুঁজছেন ক্রেতারা।অ্যামাজন নবরাত্রি সেল এরকমই কিছু দুর্দান্ত অপশন দেখতে পারবেন আপনি।
১ OPPO A74 5G: যারা 5G প্রযুক্তির সঙ্গে ভাল স্পেকস খুঁজছেন তাদের জন্য এই ফোন একটা ভাল অপশন। এই ফোনের দাম 20,990 টাকা। যদিও অ্যামাজনের সেলে 15,990 টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইস। এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে 2MP ম্যাক্রো এবং 8MP সেলফি ক্যামেরা। ফোনে দেওয়া হয়েছে একটি 6.49 ইঞ্চি স্ক্রিন। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G 2 GHz অক্টাকোর প্রসেসর। ফোনে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 6GB RAM ও 128GB স্টোরেজ দিয়েছে কোম্পানি। যা 256GB পর্যন্ত বাড়ানো যায়। ফোনে ডুয়াল সিম স্লট রয়েছে। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম চলে এই ফোন।
এই লিঙ্কে ক্লিক করে জানুন ওপ্পোর ফোনের দাম
২ OnePlus Nord 2 5G: অ্যামাজনের সেলে দেখতেই পারেন OnePlus Nord 2 5G। 29,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। 5G মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করে এই ডিভাইস। এতে সনি আইএমএক্স 766-এর 50এমপি+8এমপি+2এমপি এআই ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। 32 এমপি সেলফি ক্যামেরা এই ফোনে দিয়েছে কোম্পানি। ফোনে MediaTek Dimensity 1200-AI প্রসেসর আছে। এর ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি। ফোনে রয়েছে 8GB মেমোরি ও 128GB স্টোরেজ। ফোনে একটি ডুয়াল সিম স্লট রয়েছে যা 5জি সিম কার্ড সাপোর্ট করে। ফোনে রয়েছে লিথিয়াম-আয়ন 4500mAH ডুয়েল সেল ব্যাটারি।
ওয়ানপ্লাসের ৫জি ফোন পান এই অবিশ্বাস্য দামে
৩ iQOO 7 5G Black: আপনি 5G ফোন কিনতে চাইলে iQOO 7 5G Black অ্যামাজনের সেলে ভাল অপশন হতে পারে। 39,999 টাকার ফোনটি এখন সেলে 33,990 টাকায় পাওয়া যাচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ছাড়াও ফোনে 5G সাপোর্ট আছে। সনি IMX598 সেন্সর সহ ফোনটিতে 48MP এর প্রধান ক্যামেরা রয়েছে। ফ্ল্যাশ চার্জিং সহ ফোনটিতে 4400 mAh ব্যাটারি রয়েছে। ফোনে 6.62 ইঞ্চির স্ক্রিন সাইজ দিয়েছে কোম্পানি।
আইকুর ফোনের স্পেকস ও দাম জানতে দেখুন এই লিঙ্ক
৪ Samsung Galaxy S20 FE 5G
আপনি যদি কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আকর্ষক অফার দেখতে পারেন। এই ডিলে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে এই ই-কমার্স সাইট। 74,999 টাকার এই ফোন এখন অ্যামাজনের সেলে পাবেন 38,490 টাকায়।36,509 টাকার বিশাল ছাড় দেওয়া হচ্ছে ফোনে।স্যামসাং গ্যালাক্সি এস 20 এফই 5জি স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে। যাতে 120Hz রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। এই ফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলে। ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এতে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম
আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার