Amazon Deal: Xiaomi 11i 5G-তে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়, দেখে নিন স্পেকস ও ডিল
Xiaomi 11i 5G Hypercharge: এই ফোনের বিশেষত্ব দ্রুত চার্জিং। ফোনে 120W চার্জিং স্পিড সহ 4500 mAh এর ডুয়াল-ব্যাটারি রয়েছে।
Amazon Offer On Xiaomi 11i 5G Hypercharge: অ্যামাজনে দারুণ অফারে পাবেন Xiaomi 11i 5G পাচ্ছেন ৫ হাজার টাকা ছাড়। এই ফোনের বিশেষত্ব দ্রুত চার্জিং। ফোনে 120W চার্জিং স্পিড সহ 4500 mAh এর ডুয়াল-ব্যাটারি রয়েছে। যাতে এই ফোনটি মাত্র 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। হাইপারচার্জ ভ্যারিয়েন্টে, গ্রাহকদের ফোনের সেটিংস থেকে উচ্চ-গতির চার্জিং বন্ধ করার বিকল্পও রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার
Xiaomi 11i 5G Hypercharge (Stealth Black, 6GB RAM, 128GB Storage)
ফোনের দাম 31,999 টাকা। যদিও সেলে এর অফার প্রাইস 29,499 টাকা রাখা হয়েছে। ফোনে দেওয়া হয়েছে অনেক ব্যাঙ্ক অফার।
আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই ফোনে।
ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% বা 1250 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যায় এই ডিভাইসে।
OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 5% বা Rs 1500 পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে।
HSBC কার্ডে পেমেন্টে 5% ক্যাশব্যাক বা 2500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও 1500 টাকার ব্যাঙ্ক অফারের পরে, এই ফোন 14,950 টাকার এক্সচেঞ্জ বোনাসও রয়েছে।
Xiaomi 11i 5G Hypercharge কিনতে ফোন করুন এই লিঙ্কে
Xiaomi 11i 5G Hypercharge-এর বৈশিষ্ট্য
ফোনে ফটোগ্রাফির জন্য 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।
এর সঙ্গে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
সেলফির জন্য এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ফোনে একটি 6.67-ইঞ্চি ফুল HD+ (2400 x 1080) ডিসপ্লে রয়েছে।
মিডিয়াটেক 920 ডাইমেনসিটি সিটি প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনে ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও সার্টিফিকেশন ও হাই-রেস ওয়্যারলেস সার্টিফিকেশন সহ পাবেন।
এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচারও রয়েছে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11।
ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার একটি হল 6GB RAM ও 128GB মেমরি। অন্যটি হল 6GB RAM ও 128GB মেমরি। যা 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে 120W ফাস্ট চার্জিং বিকল্পের সাথে একটি 4500 mAh ব্যাটারি রয়েছে।
ফোনে ডুয়াল সিম রয়েছে যার মধ্যে একটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।
ফোনটি 4টি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।