Amazon offer: ৩৩ হাজারে ৫০ ইঞ্চির আল্ট্রা 4K টিভি, অ্যামাজনে দারুণ ডিল
Amazon offer on Amazon Basics 4K TV: এবার অ্যামাজন বেসিকস 4K TV-তে পাচ্ছেন ২৩,০০০ টাকা বা ৪১ শতাংশ ছাড়। সব মিলিয়ে ৫০ ইঞ্চির আল্ট্রা 4K টিভি পাবেন ৩৩ হাজার টাকায়।
Amazon offer on Amazon Basics 4K TV: বছর শুরু হতেই ফের দুর্দান্ত অফার দিচ্ছে অ্যামাজন। এবার অ্যামাজন বেসিকস 4K TV-তে পাচ্ছেন ২৩,০০০ টাকা বা ৪১ শতাংশ ছাড়। সব মিলিয়ে ৫০ ইঞ্চির আল্ট্রা 4K টিভি পাবেন ৩৩ হাজার টাকায়। যা স্বাভাবিকভাবেই এই ডিলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অ্যামাজন বেসকিস টিভি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
Amazon Basics 127cm (50 inch) 4K Ultra HD Smart LED Fire TV: ৫৬,০০০ টাকার এমআরপি থাকলেও অ্যামাজনের মেগা সেলে মাত্র ৩২,৯৯৯টাকায় পাবেন অ্যামাজন বেসিকসের এই আল্ট্রা এইচডি টিভি। তবে এক্সচেঞ্জ অফারে এই টিভিতে রয়েছে আরও ২৩৩০ টাকা ছাড়। এই টিভি কেনার ক্ষেত্রে Axis Miles & More Credit Card ব্যবহার
করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অথবা ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। কালো রঙের এই টিভি টেবিল বা দেওয়ালে অনায়াসে রাখা যেতে পারে। আয়তনে বড় হলেও একটা কমপ্যাক্ট লুক রয়েছে এই টিভিতে। Netflix, Sony liv, Alexa, Amazon Video, Hotstar, YouTube সাপোর্ট করে এই টিভি। ইন্টারনেট পেতে রয়েছে ওয়াইফাই সাপোর্টের ব্যবস্থা।
অ্যামাজন বেসকিস টিভি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
Amazon offer on Amazon Basics 4K TV: 4K রেজলিউশনের এই টিভিতে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেস রেট। ২০২০ সালের AmazonBasics-এর এই মডেল আপনি কালো রঙে
পাবেন। সেট টপ বক্সের সঙ্গে জুড়তে টিভিতে পাবনে তিনটি HDMI 2.0 পোর্ট। এ ছাড়াও ব্লুরে প্লেয়ার গেমিং কনসোল রয়েছে ফোনে। টিভিতে গেমিং কনসোল ছাড়াও সাউন্ডবার, সেটটপ বক্স আউটপুট রিসিভারের জন্য রয়েছে IR Port। টিভিতে Dolby Atmos স্মার্ট টিভির সব গুণ ছাড়াও পাবেন ২০ ওয়াটের পাওয়ারফুল স্পিকার। Fire TV OS-এ চলে এই ডিভাইস। এই টিভিতে অ্যালেক্সা ভয়েজ কমান্ডের সুবিধা দেওয়া রয়েছে।
1.95GHz Quad core processor-এ চলে এই টিভি। যার মধ্যে ইনবিল্ড দেওয়া হয়েছে 1.5GB DDR RAM। এই স্মার্ট টিভিতে আপনি Netflix, Disney + , Hotstar , YouTube , Apple TV ছাড়াও ৫০০০-এর বেশি অ্যাপ নামাতে পারবেন। Fire OS Store থেকে সহজেই নামানো যাবে এই অ্যাপগুলি।