Amazon Prime Day 2022 Sale: অ্যামাজনে সেল শুরুর ২ দিন আগেই অফার একগুচ্ছ স্মার্টফোনে, কোন ফোন কত দামে পাবেন?
Best Early Access Deal: দেখে নিন কোন স্মার্টফোন কতটা কম দামে পাওয়া যাচ্ছে।
Amazon Sale: ভারতে অ্যামাজন প্রাইম ডে সেল (Amazon Prime Day 2022) শুরু হতে চলেছে ২৩ জুলাই। ৪৮ ঘণ্টা চলবে এই সেল। অর্থাৎ অ্যামাজনের (Amazon) এই সেলের মেয়াদ ২৪ জুলাই পর্যন্ত। কিন্তু সেল শুরু হওয়ার দু’দিন আগে থেকেই নির্দিষ্ট কিছু ফোনের দামে চালু হয়েছে অফার। এই আর্লি অ্যাকসেস ডিল (Early Access Deal) স্মার্টফোনের পাশাপাশি অ্যামাজন ডিভাইস (Amazon Device) যেমন- স্মার্ট স্পিকার এবং ফায়ার টিভি স্টিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও স্মার্টওয়াচ, ল্যাপটপ এবং স্মার্ট টিভির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই ছাড়। ব্যাঙ্ক অফার এবং ইএমআই অপশন যুক্ত হলে ছাড়ের পরিমাণ আরও বাড়বে। প্রসঙ্গত এই আর্লি অ্যাকসেস এবং অ্যামাজনের প্রাইম ডে সেলে সুবিধা দেওয়া হবে কেবলমাত্র প্রাইম মেম্বারদের।
এবার দেখে নেওয়া যাক অ্যামাজন প্রাইমের এই আর্লি অ্যাকসেস সেল কোন কোন স্মার্টফোনের উপর রয়েছে
রেডমি ১০ প্রাইম (২০২২)- রেডমির এই ফোন লঞ্চ হয়েছিল ১২,৪৯৯ টাকায়। তবে বর্তমানে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১০,৯৯৯ টাকায়।
আইকিউওও জেড ৬ প্রো ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থা এই ফোন লঞ্চ হয়েছে ২৩,৯৯৯ টাকায়। তবে একাধিক ছাড় যুক্ত হওয়ার পর এই ফোনের দাম বর্তমানে হয়েছে ২০,৯৯০ টাকা। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা, ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (৯০ হার্টজ রিফ্রেশ রেট) রয়েছে আইকিউওও সংস্থার এই ফোনে।
শাওমি ১১টি প্রো- অ্যামাজন প্রাইমের আর্লি অ্যাকসেসে সেলে শাওমি ১১টি প্রো ফোনে কুপন এবং ব্যাঙ্ক অফার যুক্ত হওয়ার পর দাম হয়েছে ২৯,৯৯৯ টাকা। প্রায় ১৫ হাজার টাকা ছাড় যুক্ত হয়েছে এই ফোনে। শাওমির এই ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।
অ্যামাজনের প্রাইম ডে সেল চলার সময়েই শুরু হবে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল। ২৩ জুলাই এই সেল শুরু হবে। আর শেষ হবে ২৭ জুলাই।
আরও পড়ূন- অ্যামাজনের প্রাইম ডে সেল শুরুর আগেই দুর্দান্ত ছাড়ে কোন কোন ডিভাইস কিনতে পারবেন?