Amazon Prime Day 2024 Sale: ৫০ হাজার টাকার কমে আইফোন ১৩, ব্যাপক ছাড় আইফোন ১৫ প্লাসেও, কোথায় পাবেন?
Apple iPhones: প্রায় ১১ শতাংশ ছাড় রয়েছে আইফোন ১৫ সিরিজের ভ্যানিলা মডেলে। এর পাশাপাশি আইফোন ১৩ পাওয়া যাচ্ছে সবচেয়ে সস্তায়, অ্যাপেলের নন-এসই ফোন হিসেবে। অন্যান্য আইফোন মডেলেও রয়েছে নজরকাড়া ছাড়।
Amazon Prime Day 2024 Sale: আজই শেষ হয়ে যাচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেল (Amazon Prime Day 2024 Sale)। গতকাল ২০ জুলাই এই সেল শুরু হয়েছিল। আর শেষ হবে আজ ২১ জুলাই। হাতে বাকি আর কয়েক ঘণ্টা। অ্যামাজনের প্রাইম ডে সেল শেষ হওয়ার আগে দেখে নিন গ্রাহকদের জন্য কোন কোন আইফোন মডেলে (APple iPhones) কত পরিমাণে ছাড় রয়েছে এবং তার প্রভাবে ফোনের দাম কতটা কমছে। অ্যামাজনের এই সেলে অন্যান্য সংস্থার স্মার্টফোন, ইয়ারফোন, ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেটের দামে রয়েছে আকর্ষণীর ছাড়। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ নির্দিষ্ট করে এখনও কিছু ঘোষণা করেনি।
এবার দেখে নেওয়া যাক কোন আইফোন সিরিজের কোন মডেলের দাম কতটা কমেছে, কী কী অফার রয়েছে (ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক, অন্যান্য সুবিধা, এক্সচেঞ্জ অফার)
যদি আইফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেল আদর্শ। কারণ প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে বিভিন্ন আইফোন মডেলে। আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড থাকলে কিংবা এসবিআই- এর ক্রেডিট কার্ডে আইফোন কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আইফোন ১৫ অ্যাপেলের লেটেস্ট আইফোন সিরিজের বেস মডেল। এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে কেনা যাচ্ছে ৭০,৯০০ টাকায়। প্রায় ১১ শতাংশ ছাড় রয়েছে আইফোন ১৫ সিরিজের ভ্যানিলা মডেলে। এর পাশাপাশি আইফোন ১৩ পাওয়া যাচ্ছে সবচেয়ে সস্তায়, অ্যাপেলের নন-এসই ফোন হিসেবে। ৫০ হাজার টাকারও কম দামে, ৪৮,৭৯৯ টাকায় এই ফোন কেনা যাবে অ্যামাজনের সেল। আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং অন্যান্য আইফোন মডেলেও রয়েছে নজরকাড়া ছাড়।
কয়েকটি আইফোন মডেলের লঞ্চের সময়ের দাম এবং অ্যামাজনের ডিল প্রাইস দেখে নেওয়া যাক
- আইফোন ১৫ প্লাস লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে এই ফোনের ডিল প্রাইস ৮১,৪৯৯ টাকা।
- আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে এই ফোনের ডিল প্রাইস ৭০,৯০০ টাকা।
- আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে এই ফোনের ডিল প্রাইস ৬৪,৯৯৯ টাকা।
- আইফোন ১৪ লঞ্চ হয়েছিল ৬৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে এই ফোনের ডিল প্রাইস ৬১,৭৯০ টাকা।
- আইফোন ১৩ লঞ্চ হয়েছিল ৫৯,৯০০ টাকায়। অ্যামাজনের প্রাইম ডে ২০২৪ সেলে এই ফোনের ডিল প্রাইস ৪৮,৭৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে হাজির Honor ২০০ ৫জি সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।