Honor 200 5G Series: ভারতে হাজির Honor ২০০ ৫জি সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে?
Honor Smartphones: ২০ এবং ২১ জুলাই চলবে অ্যামাজনের প্রাইম ডে সেল। এই সেলে Honor ২০০ ৫জি সিরিজের ফোন এই সেলে কেনা যাবে। কতটা ছাড় পাবেন ক্রেতারা? জেনে নিন।
Honor 200 5G Series: ভারতে লঞ্চ হয়েছে Honor ২০০ ৫জি সিরিজের (Honor 200 5G Series) দু'টি ফোন। Honor ২০০ ৫জি (Honor 200 5G) এবং Honor ২০০ প্রো ৫জি (Honor 200 Pro 5G) - এই দুই ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে দেশে। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাহায্যে পরিচালিত হবে Honor ২০০ ৫জি সিরিজের এই দুই ফোন। Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। Honor ২০০ প্রো ৫জি ফোনে রয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা মডিউল এবং তার ওয়্যারড চার্জিং ফিচারের সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং ফিচারও।
ভারতে Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনের দাম কত
- Honor ২০০ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা।
- অন্যদিকে এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা।
- এছাড়াও Honor ২০০ প্রো ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা।
- ব্ল্যাক এবং মুনলাইট হোয়াইট- এই দুই শেডে লঞ্চ হয়েছে Honor ২০০ ৫জি ফোন।
- অন্যদিকে ব্ল্যাক এবং ওশান সিয়ান- এই দুই রঙে লঞ্চ হয়েছে Honor ২০০ প্রো ৫জি ফোন।
- Honor সংস্থার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে Honor ২০০ ৫জি সিরিজের ফোন কেনা যাবে।
Honor ২০০ ৫জি সিরিজের ফোন অ্যামাজন থেকে কেনার সময় প্রাইম ডে সেল ২০২৪- এর জন্য কী কী অফার পাবেন
২০ এবং ২১ জুলাই চলবে অ্যামাজনের প্রাইম ডে সেল। এই সেলে Honor ২০০ ৫জি সিরিজের এই দুই ফোনের দামে থাকছে ছাড়। ক্রেতাদের কাছে আইসিআইসিআই এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকলে এবং সেই কার্ডের সাহায্যে অ্যামাজন থেকে Honor ২০০ ৫জি সিরিজের ফোন কিনলে ৩০০০ টাকা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি শর্তাবলী প্রযোজ্য ছাড় হিসেবে ৮০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা। সেই সঙ্গে বিনামূল্যে Honor সংস্থার অন্যান্য অ্যাকসেসরিজ পাওয়ার সুবিধাও থাকছে যার দাম প্রায় ৮৪৯৯ টাকা।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো-র এই ৫জি ফোন, ফিচার বেশ নজরকাড়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।