Apple CEO Salary: অ্যাপলের সিইও-র বেতনে বড় কাটছাঁট, স্য়ালারি কমল ৪০ শতাংশের বেশি
Apple CEO Tim Cook Salary Cut: বিশ্ববাজারে মন্দার জের পড়ল এবার টেক জায়ান্ট অ্যাপলের ওপর। কর্মী ছাঁটাইয়ের পর এবার খোদ বড়কর্তাদের বেতনে কাটছাঁটের পথে হাঁটল কোম্পানি।
Apple CEO Tim Cook Salary Cut: বিশ্ববাজারে মন্দার জের পড়ল এবার টেক জায়ান্ট অ্যাপলের ওপর। কর্মী ছাঁটাইয়ের পর এবার খোদ বড়কর্তাদের বেতনে কাটছাঁটের পথে হাঁটল কোম্পানি। সম্প্রতি এই রিপোর্ট সামনে এনেছে ব্লুমবার্গ।
Apple CEO Salary: কোম্পানির নতুন সিদ্ধান্ত অনুসারে, অ্য়াপলের কর্ণধার বা সিইও-র বেতনে বড়সড় কাটছাঁট করেছে সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সিইও টিম কুক নিজেই কোম্পানিকে তার বেতন কমানোর কথা বলেন। এরপরই তাঁর বেতন ৪০ শতাংশের বেশি কমানো হয়েছে।
Apple Salary Cut: কমানোর পর কত বেতন পাবেন কুক ?
অ্যাপলের সিইও-র বেতনে বড় ধরনের কাটছাঁটের পর টিম কুকের বেতন হবে বছরে ৪৯ মিলিয়ন ডলার অর্থাৎ ৪ বিলিয়ন টাকা। ২০২২ সালে কুক ৯৯.৪ মিলিয়ন ডলার বেতন পেয়েছেন। এর মধ্যে ৩মিলিয়ন ডলার মূল বেতন ৮৩ মিলিয়ন ডলার স্টক পুরস্কার হিসাবে ও বোনাসের অন্তর্ভুক্ত। এর আগে ২০২১ সালে টিম কুককে মোট ৯.৮৭ মিলিয়ন ডলার বেতন দেওয়া হয়েছিল।
Tim Cook Salary Cut: টিম কুকের স্টক কত শতাংশ বেড়েছে ?
অ্যাপল তার অ্যাকাউন্টস রিপোর্টে জানিয়েছে, কুককে দেওয়া নতুন প্যাকেজের আওতায় কোম্পানির স্টক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। টিম কুককে কোম্পানির এই স্টক অ্যাপলের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে। কোম্পানি ফাইলিংয়ে জানিয়েছে, কুককে দেওয়া প্যাকেজটি শেয়ারহোল্ডারদের প্রতিক্রিয়া, কোম্পানির কর্মক্ষমতা ও কুকের অনুরোধের ভিত্তিতে দেওয়া হয়েছে।
Apple CEO Salary: গত বছরের প্যাকেজ নিয়ে সমালোচনা
টিম কুকের গত বছরের প্যাকেজ নিয়ে সমালোচনা হয়েছিল। সিইওকে দেওয়া গত বছরের প্যাকেজের অনেক শেয়ারহোল্ডার বিরোধিতা করলেও বেশিরভাগ শেয়ারহোল্ডার এই প্যাকেজের পক্ষে ভোট দিয়েছেন। অ্য়াপলের বেতনের সংখ্য়াতত্ত্ব বলছে, গত বছর টিম কুকের ইক্যুইটি পুরস্কারের মূল্য ছিল ৭৫ মিলিয়ন ডলার।
Amazon Layoff: সম্প্রতি নতুন বছরেও যে কর্মী ছাঁটাই হবে সেকথা ইতিমধ্যেই ঘোষণা করেছে অ্যামাজন (Amazon) কর্তৃপক্ষ। ২০২৩ সালেও যে কর্মী ছাঁটাই (Layoff) প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই আভাস গতবছরই দিয়েছিলেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। ইতিমধ্যেই শোনা গিয়েছে, এই দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে, প্রায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন। অ্যামাজনের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে ভারতেও।
আরও পড়ুন: Dream11 : ছুটির দিনে কর্মীদের 'বিরক্ত' করলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা