Apple iPhone 13 Series: ১৭ নয় ১৪ সেপ্টেম্বর লঞ্চ iPhone 13-এর, বলছে নতুন রিপোর্ট
ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল। তবে ভারতের বুকে একই দিনে ওই সেল শুরু হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি টিপস্টার।
নয়াদিল্লি: iPhone 13-এর আত্মপ্রকাশ ঘিরে ফের জল্পনা শুরু। নতুন লিকস বলছে, ১৭ নয় ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোনের।বিক্রি শুরু হতে পারে ২৪ সেপ্টেম্বর।
টেক সাইটগুলির খবর বলছে, নতুন ফোনের চারটে ভ্যারিয়েন্ট আনতে চলেছে অ্যাপল।iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini আনবে কোম্পানি। ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল। তবে ভারতের বুকে একই দিনে ওই সেল শুরু হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি টিপস্টার। আগে Bloomberg’s Mark Gurman জানিয়েছিলেন A15বায়োনিক চিপসেটে চলবে আইফোন ১৩।অ্যাপল ওয়াচের মতো ফোনেও থাকবে অলওয়েজ অন ডিসপ্লে।
আইফোনের চার ভ্যারিয়েন্ট ! (iPhone 13 Variant)
চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবো আগে জানিয়েছিল আগামী ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩(iPhone 13)। গোপন তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর নতুন জেনারেশন আইপড লঞ্চ করবে অ্যাপল।ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে।এর আগেও বহু টেক সাইট বলেছে, সেপ্টেম্বরেই গ্র্যান্ড ইভেন্ট করতে চলেছে অ্যাপল। সেখানেই অ্যাপলের পরবর্তী জেনারেশনের ফোন লঞ্চ হতে চলেছে।যার মধ্যে নতুন সফটওয়্যার ছাড়াও আসতে পারে অ্যাপলের
ঘড়ি, আইপড, আইপ্যাড মিনি ছাড়াও নতুন ম্যাকবুক।
দাম বাড়তে পারে iPhone 13-এর ?
সম্প্রতি অ্যাপল আইফোন ১৩ (iPhone 13) নিয়ে নতুন তথ্য ফাঁস করেছে এক টেক সাইট। যেখানে বলা হয়েছে, তাইওয়ানের কোম্পানি চিপের দাম বাড়ানোয় ফোনের দাম বাড়াতে হবে অ্যাপলকে। বর্তমানে Taiwan Semiconductor Manufacturing Company (TSMC)অ্যাপলকে ফোনের চিপ সরবরাহ করে। ২০২২ সালে থেকে এই বর্ধিত দাম লাগু করবে (TSMC)। তবে লাভ কমাতে রাজি নয় অ্যাপল। তাই ফোনের দাম বাড়িয়েই তা বিক্রি করবে 'আমেরিকান টেক জায়ান্ট'।
আইফোনের নয়া তথ্য ফাঁস(iPhone 13 Latest Leaks)
সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টেক সাইট ডিজি টাইমস। রিপোর্ট বলা হয়েছে, চিপ তৈরির খরচ ২০ শতাংশ বাড়াতে চলেছে (TSMC)। ইতিমধ্যেই অ্যাপল-সহ অন্যান্য কোম্পানিগুলিকে সেই খবর জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই কারণে iPhone 13-এর দাম প্রত্যাশার থেকে আরও ৩-৫ শতাংশ বেশি রাখবে অ্যাপল।