Apple Event 2022: অ্যাপলের ইভেন্টে নতুন গ্যাজেটের মেলা, জেনে নিন কী কী লঞ্চ হল আজ
Apple Peek Performance Event 2022: বছরের প্রথম ইভেন্টে ফোন থেকে আইপ্যাড ছাড়াও দ্রুততম চিপসেট নিয়ে এল অ্যাপল। জেনে নিন, কোন-কোন গ্যাজেট নজর কাড়ল সবার।
Apple Peek Performance Event 2022: বছরের প্রথম ইভেন্টে ফোন থেকে আইপ্যাড ছাড়াও দ্রুততম চিপসেট নিয়ে এল অ্যাপল। জেনে নিন, কোন-কোন গ্যাজেট নজর কাড়ল সবার।
iPad Air 5: ফিফথ জেনারেশন iPad Air লঞ্চ করল অ্যাপল, যাতে থাকছে M1 chip। অ্যাপলের সবথেকে শক্তিশালী চিপগুলির মধ্যে একটি এই M1 chip। কোম্পানির দাবি, এই ডিভাইসে সুপার ফাস্ট পারফরম্যান্স পাবেন ক্রেতা। পঞ্চম-প্রজন্মের আইপ্যাড এয়ার Wi-Fi ও Wi-Fi + সেলুলার মডেলে পাওয়া যাবে।
কেবল Wi-Fi 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯০০ টাকা। সেখানে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে ৬৮,৯০০ টাকা। অন্যদিকে, Wi-Fi + সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ৬৮,৯০০ টাকা থেকে। তবে এটি কেবল ৬৪ জিবির দাম। সেই ক্ষেত্রে ২৫৬ জিবির দাম রাখা হয়েছে ৮২,৯০০ টাকা। এটি প্রি-অর্ডার ১১ মার্চ সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হবে। ১৮ মার্চ থেকে বিক্রি শুরু৷
iPhone SE: অ্যাপলের ইভেন্টে জোর জল্পনা ছিল iPhone SE নিয়ে। শুক্রবার থেকে প্রি-বুকিং শুরু এই ফোনের। আগামী ১৮ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে এই ফোন। বিশ্ববাজারে দাম রাখা হয়েছে ৪২৯ ডলার। নতুন iPhone SE আইফোন ১৩-এর দ্রুততম চিপ দিয়েছে অ্যাপল। Apple A15 Bionic প্রসেসর দেওয়া হয়েছে ফোনে।
ভারতে iPhone SE (2022) এর দাম শুরু হচ্ছে ৪৩,৯০০ টাকা থেকে। ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম দিতে হবে ক্রেতাকে। পাশাপাশি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য ৪৮,৯০০ টাকা ও ২৫৬জিবি ভ্যারিয়েন্টের জন্য ৫৮,৯০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে। এটি প্রি-অর্ডারের জন্য ১১ মার্চ সন্ধ্যে সাড়ে ৬টা থেকে শুরু হবে ও ১৮ মার্চ থেকে বিক্রি শুরু হবে৷
iPhone 13 Green: আইফোন ১৩ সিরিজে নতুন দুটি রং আনল কোম্পানি। গ্রিনের সঙ্গে থাকছে অ্যালপাইন গ্রে। আইফোন ১৩-এর জন্য আনা হয়েছে এই গ্রিন কালার। সেখানে অ্যালপাইন গ্রে কালার লঞ্চ করা হয়েছে iPhone 13 Pro-এর জন্য।
Apple Event 2022: Apple TV+-এ এবার ফ্রাইডে বেসবল দেখা যাবে। Apple TV+ প্রতি শুক্রবার রাতে দুটি গেম সহ মেজর বেসবল লিগ দেখা যাবে Apple TV+-এ। যা বেসবলপ্রেমীদের জন্য দারুণ খবর।
Mac Studio:এ ছাড়াও Apple M1 Ultra চিপসেট ও Mac Studio এনেছে অ্যাপল। ভারতে স্টুডিও ডিসপ্লের দাম শুরু হবে 1,59,900 টাকা থেকে। ম্যাক স্টুডিওর ন্যানো-টেক্সচার গ্লাস বিকল্পের জন্য 1,89,900 টাকা দিতে হবে ক্রেতাকে। এটি টিল্ট-অ্যাডজাস্টেবল স্ট্যান্ড বা VESA মাউন্ট অ্যাডাপ্টারের সাথে আসে। আপনি যদি উচ্চতা+টিল্ট অ্যাডজাস্টেবল চান, তাহলে আপনাকে আরও 40,000 টাকা খরচ করতে হবে। আপনি এখন এটি অর্ডার করলে আগামী 2-3 সপ্তাহের মধ্যে এই প্রোডাক্ট পেয়ে যাবেন।