AI Side Effects: সব কাজে AI ব্যবহার করেন? মারাত্মক প্রভাব পড়তে পারে মস্তিষ্কে
AI Side Effects on Brain: বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, অতিরিক্ত AI- এর ব্যবহার মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা এবং চিন্তাশক্তির উপর প্রভাব ফেলে।

AI Side Effects: Artificial Intelligence (AI) আজকাল অনেকেরই নিত্যদিনের সঙ্গী। বিশেষত 'জেন জি' কিন্তু মারাত্মক ভাবে AI- এর উপর নির্ভরশীল। শুধু নতুন প্রজন্মই নয়, বর্তমানে অনেকেই প্রতিদিনের ছোটখাটো কাজ করার ক্ষেত্রে AI- এর সাহায্যে নিয়ে থাকেন। একথা ঠিকই যে, AI আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে সহজ করে দিয়েছে। তবে এর ভাল দিক যেমন রয়েছে, তেমনই AI- এর অতিরিক্ত ব্যবহার, AI- এর প্রতি অত্যধিক নির্ভরশীলতা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এবং বিপজ্জনক। এই বিষয়ে বৈজ্ঞানিকরা অনেক তথ্য দিয়েছেন।
বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, অতিরিক্ত AI- এর ব্যবহার মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা এবং চিন্তাশক্তির উপর প্রভাব ফেলে। ১৮-১৯ বছর বয়সী ৫৪ জন ছেলেমেয়ের উপর একটি গবেষণা করা হয়েছিল। তাঁদের রচনা লিখতে বলা হয়েছিল এবং এই ৫৪ জন ছেলেমেয়েকে তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া ছিল। একদলকে বলা হয়েছিল ChatGPT ব্যবহার করে রচনা লেখার কথা। আরেকটি দলকে দেওয়া হয়েছিল গুগল AI ব্যবহারের সুযোগ। আর বাকিদের বলা হয়েছিল রচনা নিজে থেকে ভেবেচিন্তে লিখতে হবে। এই তিনটি গ্রুপের ছেলেমেয়েদের রচনা লেখার সময় EEG মেশিনের সাহায্যে তাঁদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন বৈজ্ঞানিকরা। এই EEG যন্ত্র মূলত মানুষের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্যই ব্যবহার করা হয়।
এই সমীক্ষার পর যে তথ্য সামনে এসেছে তা বেশ চমকে দেওয়ার মতো। যাঁরা ChatGPT এবং গুগল AI ব্যবহার করে রচনা লিখেছেন, তাঁদের লেখায় চিন্তা ভাবনার ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। ChatGPT ব্যবহার করে যাঁরা লিখেছেন, তাঁদের লেখার ক্ষেত্রে বেশি মাত্রায় ভাবনা চিন্তা করে লেখার বিষয়টি কম দেখা গিয়েছে। এঁদের তুলনায় কিছুটা বেশি চিন্তা ভাবনা করে লেখার ঝলক পাওয়া গিয়েছে তাঁদের ক্ষেত্রে যাঁরা গুগল AI ব্যবহার করে লিখেছেন। বৈজ্ঞানিকরা এও জানিয়েছেন, যাঁরা নিজেরা চিন্তা-ভাবনা করে রচনা লিখেছেন, তাঁদের লেখার গভীরতা অনেক বেশি। মাথা খাটিয়ে বাকিদের তুলনায় অনেক বেশি ভেবেচিন্তে লিখেছেন তাঁরা।
অর্থাৎ এই গবেষণা, সমীক্ষা থেকে বোঝা গিয়েছে, যাঁরা AI - এর উপর অত্যধিক নির্ভরশীল, তাঁদের মস্তিষ্ক তুলনায় কম কাজ করে। ক্রমশ কমতে থাকে বুদ্ধিমত্তা। অতএব AI ব্যবহার করতে পারেন, তবে অতি অবশ্যই রাশ থাকুক নিজের হাতে। আসক্ত হয়ে পড়বেন না। তাহলে বিরূপ প্রভাব পড়বে মস্তিষ্কে।






















