Best Recharge Plan: ৩০ দিনের সেরা রিচার্জ প্যাক ! এই কোম্পানিগুলি দিচ্ছে দারুণ অপশন
Best Recharge Plan: মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রায়শই উঁকি দেয় এই প্রশ্ন। কোন কোম্পানি দিচ্ছে সেরা রিচার্জ প্যাক।
Best Recharge Plan: মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রায়শই উঁকি দেয় এই প্রশ্ন। কোন কোম্পানি দিচ্ছে সেরা রিচার্জ প্যাক। বিভ্রান্ত হওয়ার আগে দেখে নিন, এই তিন কোম্পানির সেরা বিকল্পগুলি।
TRAI Update: এই তিন কোম্পানি দিচ্ছে অফার
সম্প্রতি রিচার্জে প্ল্যানের বিষয়ে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নতুন নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। সেই অনুযায়ী এখন, ৩০ দিনের মেয়াদের সঙ্গে প্ল্যান অফার করছে কোম্পানিগুলি। আপনিও যদি কিছু নতুন প্ল্যান নেওয়ার পরিকল্পনা করেন, Jio, Airtel ও Vi-এর এই নতুন প্ল্যানগুলি বিবেচনা করতে পারেন।
Jio-র ৩০ দিনের প্ল্যান
আপনি ২৯৬ টাকায় Jio-র ৩০ দিনের প্ল্যান পাবেন। যাতে আপনাকে পুরো মাসের জন্য ২৫ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি SMS-এ সুবিধা দেওয়া হয়। এছাড়াও Jio-র দ্বিতীয় ৩০ দিনের বৈধতা প্ল্যানটি ১৮১ টাকায় পাওয়া যাচ্ছে। আপনার যদি বেশি ডেটা প্রয়োজন হয় তবে এই প্ল্যানে কোম্পানি ৩০ জিবি ডেটা দিচ্ছে। এছাড়াও এতে ডেটা খরচ করার কোনও সীমা নেই। আপনি এই ডেটা ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, প্রয়োজনে এক দিনেও ব্যবহার করতে পারেন। তবে এই প্ল্যানে আপনাকে কল বা মেসেজ করার সুবিধা দেওয়া হয় না।
airtel ৩০ দিনের প্ল্যান
কোম্পানি তার ৩০ দিনের প্ল্যানে অনেক ভাল বিকল্প অফার করে। যেমন Airtel এর সাম্প্রতিক ১৯৯ টাকার প্ল্যানটি ৩০ দিনের বৈধতার সঙ্গে ৩ জিবি ডেটা দেয়। এ ছাড়াও এতে পাবেন সব নেটওয়ার্কে সীমাহীন কলিং ও ৩০০ এসএমএস-এর সুবিধা। এছাড়াও, কোম্পানি তার ৩১৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা সহ প্রতিদিন ১০০টি SMS দেয়, সব নেটওয়ার্কে আনলিমিটেড কলও পাবেন এতে। এই প্ল্যানের বৈধতা ৩১ দিন, পাশাপাশি এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারী উইঙ্ক মিউজিক, অ্যাপোলো 24/7 সার্কেল ও ফ্রি হ্যালোটিউনের সুবিধাও পাবেন। অন্যদিকে ২৯৬ টাকার আরেকটি এয়ারটেল প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২৫ জিবি ডেটা, ১০০ এসএমএস পাবেন। ৩০ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হয় এই অফারে।
Vodafone Idea ৩০ দিনের প্ল্যান
VI আপনাকে পুরো মাসের বৈধতা সহ দুটি প্রি-পেইড প্ল্যান বিক্রি করে। প্রথমটি ৩২৭ টাকার প্ল্যান, যাতে ব্যবহারকারীরা ২৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি SMS ও ৩০ দিনের বৈধতার সঙ্গে সব নেটওয়ার্কে সীমাহীন কলিং দেয়। দ্বিতীয় ৩৩৭ টাকার প্ল্যানে, ২৮ জিবি ডেটা, ১০০টি SMS, সীমাহীন কলিং ৩১ দিনের ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যায়।