Boat Airdopes ProGear: ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা ! বোটের নতুন ডিভাইস লঞ্চ হয়েছে ভারতে
Boat Earbuds: Boat Airdopes ProGear এই ইয়ারবাডসের প্রতিটিতে রয়েছে একটি করে ৬৫ এমএএইচের ব্যাটারি। আর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি।
Boat Airdopes ProGear: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস (Boat Earbuds)। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Boat Airdopes ProGear, এটি সংস্থার প্রথম ওপেন ইয়ার (Open Ear Wearable Stereo Earphone) ওয়ারেবল স্টিরিও ইয়ারফোন। সাধারণত ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোনে ইন-ইয়ার ডিজাইন থাকে। তবে Boat Airdopes ProGear ডিভাইসে রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন (Open ear Design)। এই ইয়ারফোনে রয়েছে এয়ার কন্ডাকশন প্রযুক্তির সাপোর্ট।একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ১০০ ঘণ্টা চার্জ বজায় থাকবে।
ভারতে Boat Airdopes ProGear ইয়ারবাডসের দাম কত
ভারতে বোটের নতুন ইয়ারবাডস কেনা যাবে ১৯৯৯ টাকায়। অনলাইনে অ্যামাজন, মিন্ত্রা এবং বোট ইন্ডিয়ার ই-স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ফ্লিপকার্টে অবশ্য বোটের এই ইয়ারবাডসের দামে রয়েছে ছাড়। কেনা যাবে ১৬৯৯ টাকায়। এছাড়াও Boat Airdopes ProGear কেনা যাবে রিলায়েন্স, ক্রোমা এবং বিজয় সেলস থেকে। অ্যাক্টিভ ব্ল্যাক এবং স্পোর্টিং গ্রিন- এই দুই রঙে কেনা যাবে Boat Airdopes ProGear ইয়ারবাডস।
Boat Airdopes ProGear ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে
- ১৫ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। বিশেষ ওপেন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারফোনে।
- এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।
- কোয়াড মাইক সিস্টেম রয়েছে এই ইয়ারফোনে, যার সাহায্যে ইউজাররা স্পষ্ট আওয়াজ শুনতে পাবেন।
- ৪০এমএস লো-ল্যাটেন্সি গেমিং মোডের সাপোর্ট রয়েছে বোটের নতুন ইয়ারবাডসে। তাই এর সাহায্যে গেম খেলতে সুবিধা হবে। ভিডিও দেখাতেও দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে।
- Boat Airdopes ProGear এই ইয়ারবাডসের প্রতিটিতে রয়েছে একটি করে ৬৫ এমএএইচের ব্যাটারি। আর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি।
- মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা।
- Boat Airdopes ProGear ইয়ারবাডসে রয়েছে ব্লুটূথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট।
ভারতে বিক্রি শুরু হয়েছে পোকো বাডস এক্স১ ইয়ারবাডসের
পোকো বাডস এক্স১ ইয়ারবাডস কেনা যাবে ১৬৯৯ টাকায়। টাইটেনিয়াম রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। এখানে রয়েছে টাচ কন্ট্রোল। ৪০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে। কোয়াড মাইক সিস্টেম রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে এআই সাপোর্ট যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ইয়ারবাডস। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপর্ট রয়েছে এই ডিভাইসে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ইয়ারবাডস।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু পোকো এম৬ প্লাস ৫জি ফোনের, তালিকায় পোকো বাডস এক্স১ ইয়ারবাডসও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।