Itel Pad One: আইপ্যাডের মতো দেখতে এই ট্যাব, দাম ১৩ হাজারেরও কম
Tab: জানা গিয়েছে, আইটেল সংস্থার প্রথম ট্যাবে রয়েছে ৪জি কলিং ফিচারের সাপোর্ট। বেশ বড় আকার-আয়তনের ডিসপ্লের সঙ্গে রয়েছে দুটো ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাজ-এজ ডিজাইন।
Itel Pad One: আইপ্যাড (iPad) কিনতে চান? কিন্তু দাম শুনে পিছিয়ে যাচ্ছেন। তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আইটেল সংস্থা অ্যাপেলের আইপ্যাডের মতো দেখতে একটি ট্যাব লঞ্চ করেছে। এই প্রথম ট্যাবলেট লঞ্চ করেছে আইটেল (Itel) সংস্থা। প্যাড ওয়ান মডেলের আগে অ্যাফোর্ডেবল রেঞ্জে ফিচার ফোনও লঞ্চ করেছিল। এছাড়াও লঞ্চ হয়েছে আইটেল সংস্থার স্মার্ট টিভি। এবার আইটেল সংস্থার ট্যাব লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, আইটেল সংস্থার প্রথম ট্যাবে রয়েছে ৪জি কলিং ফিচারের সাপোর্ট। বেশ বড় আকার-আয়তনের ডিসপ্লের সঙ্গে রয়েছে দুটো ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাজ-এজ ডিজাইন। এছাড়াও রয়েছে একগুচ্ছ প্রয়োজনীয় ফিচার।
ভারতে আইটেল প্যাড ওয়ানের দাম
হাল্কা নীল এবং গাঢ় ধূসর রঙে এই ট্যাব লঞ্চ হয়েছে। অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই আইটেল সংস্থার এই ট্যাবলেট কেনা যাবে। জানা গিয়েছে, আইটেল সংস্থার এই ট্যাবের দাম ১২,৯৯৯ টাকা। ডিজাইনের দিক থেকে আইপ্যাডের সঙ্গে বেশ মিল রয়েছে আইটেল প্যাড ওয়ানের।
আইটেল প্যাডের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ট্যাবে রয়েছে ১০.১ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে অক্টা-কোর SC9863A1 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- আইটেল প্যাড ওয়ানে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
- এই ট্যাবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। তার সঙ্গে রয়েছে ৮০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
Smartwatch: ভারতের বাজারে হাজির নতুন একটি স্মার্টওয়াচ (Smartwatch)। ভারতের নিজস্ব কোম্পানির তৈরি এই স্মার্টওয়াচ দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার (Apple Watch Ultra) মতো। তবে দাম ১২০০ টাকারও কম। এটি কিন্তু কোনও ফার্স্ট কপি বা ক্লোন ওয়াচ নয়। ভারতে অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। একই ধরনের দেখতে একটি স্মার্টওয়াচ পাওয়া যাবে ১২০০ টাকারও কমে। ভারতীয় কোম্পানি pTron সম্প্রতি দেশে লঞ্চ করেছে Force X12N স্মার্টওয়াচের মডেল যা দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার মতো। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট এবং ১.৮৫ ইঞ্চির একটি ফুল টাচ ডিসপ্লে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ফিচার। জানা গিয়েছে, ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়। এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই স্মার্টওয়াচ। Blazing Blue, Gold Black, Carbon Black, Champagne Pink- এই চারটি রঙে লঞ্চ হয়েছে pTron Force X12N স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে।
আরও পড়ুন- এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সাবধান, কেওয়াইসির নামে চলছে প্রতারণা