BSNL 5G: এবার আসছে বিএসএনএল ৫জি, ৫ মাসেই হবে কাজ
5G Network: বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)।
5G Network: বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)-এর থেকে। আগামী ৫-৭ মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে এই সার্ভিস।
BSNL 5G: কী বলেছেন মন্ত্রী ?
এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, ৪জি থেকে শীঘ্রই ৫জি পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-কে। সিআইআই-এর এক অনুষ্ঠানে টেলিকম মন্ত্রী জানান, এখানেই শেষ নয়। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির বিস্তারে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারের সাহায্য নেওয়া হবে। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যক টাওয়ার দেশের অন্য কোনও কোম্পানির মূলত, দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে টেলিকম উন্নয়ন খাতে বছরে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগে বছরে এই পরিসংখ্যান ছিল ৫০০ কোটি টাকা।
5G Network: টিসিএস-এর সঙ্গে হবে কাজ
মন্ত্রী জানান, এই কাজের জন্য Tata Consultancy Services (TCS)কে দায়িত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই BSNL 5G পরীক্ষার জন্য সরঞ্জাম দিতে বলা হয়েছে টাটার কোম্পানিকে। শীঘ্রই ৫জি পরিষেবার জন্য পরীক্ষা নীরিক্ষা শুরু করবে বিএসএনএল।পরিসংখ্যান বলছে, অন্য বেসরকারি টেলিকম কোম্পানির তুলনায় গ্রামীণ অঞ্চলে অনেক বেশি টাওয়ার রয়েছে কোম্পানির। বেসরকারি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যা এগিয়ে রাখবে বিএসএনএলকে।
এদিকে আইফোনে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সমস্যের মধ্যে। ভারতে এয়ারটেলের ৫জি সার্ভিস পাওয়া যাবে ৪জি পরিষেবার খরচে। তবে এয়ারটেল ৫জি পেতে হলে গ্রাহকদের ঠিক কত টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এয়ারটেল কর্তৃপক্ষ তাদের নেক্সট জেনারেশন সার্ভিসের খরচ সম্পর্কে জানাবে।
ভারতে এয়ারটেল ছাড়াও জিও কর্তৃপক্ষ ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে। প্রাথমিক পর্যায়ে চলেছে পরীক্ষা নিরীক্ষা। তারপর সার্ভিস চালু করেছিল জিও। অক্টোবর মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লিতে শুরু হয়েছিল এই ট্রায়াল। তারপর দীপাবলির ঠিক আগেই রাজস্থানের রাজসামান্দের শ্রীনাথজির মন্দির থেকে হাই-স্পিডের এই সার্ভিসের সূচনা করেছেন জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর। এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা।