Itel Phone: ৬ হাজার টাকার কমে স্মার্টফোন ! ফিচার কিন্তু নজরকাড়া, কেনার আগে দেখে নিন
Smartphone Under Rs 10000: ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ২৫ অগস্ট থেকে কেনা যাবে এই ফোন।

Itel Phone: আইটেল জেনো ২০ ফোন (Itel Zeno 20) লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি বাজেট ফোন (Budget Phone)। এই স্মার্টফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T7100 চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। আইটেল জেনো ২০ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। এর মধ্যে রয়েছে ডায়নামিক বার ফিচার। এই ডিজাইনের সাহায্যে ডিসপ্লেতেই নোটিফিকেশন এবং ব্যাটারি স্টেটাস দেখতে পাবেন ইউজাররা। ফ্রন্ট ক্যামেরা কাট আউটের পাশে রয়েছে এই ডিজাইন। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল জেনো ২০ ফোন। ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ইউজাররা পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট।
আইটেল জেনো ২০ ফোনের ভারতে দাম কত? কোথা থেকে কেনা যাবে? কী কী রঙে লঞ্চ হয়েছে? কবে থেকে শুরু বিক্রি?
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দা, ৬৮৯৯ টাকা। অরোরা ব্লু, স্টারলাইট ব্ল্যাক, স্পেস টাইটেনিয়াম- এই তিন রঙে আইটেল জেনো ২০ ফোন লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ২৫ অগস্ট থেকে কেনা যাবে এই ফোন।
আইটেল জেনো ২০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৪ গো- র সাপোর্ট।
- এই ফোনে পাবেন ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এটি IPS ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- Dynamic Bar ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সাহায্যে ফোনের ডিসপ্লেতে কল অ্যালার্ট, ব্যাটারি এবং চার্জিং নোটিফিকেশন দেখা যাবে। সেলফি ক্যামেরার কাট আউটের পাশে রয়েছে এই ফিচার।
- আইটেল জেনো ২০ ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T7100 চিপসেট। এর সঙ্গে ৩ জিবি র্যাম ও ৪ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
- আইটেল জেনো ২০ ফোনে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার।
- আইটেল জেনো ২০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।






















