CMF Buds Pro 2: ৫০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন, একবার চার্জে ইয়ারবাডস চলবে ৪৩ ঘণ্টা
Earbuds: যাঁরা সিএমএফ ফোন ১- এর সঙ্গে এই ইয়ারবাডস কিনবেন তাঁদের জন্য ফ্লিপকার্টে ১০০০ টাকা ছাড়ের ব্যবস্থা থাকছে। নীল, গাঢ় ধূসর, হাল্কা ধূসর, কমলা রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস।
CMF Buds Pro 2: সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2)- এই ইয়ারবাডস (Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হয়েছে সিএমএফ সংস্থার প্রথম ফোন সিএমএফ ফোন ১ (CMF Phone 1) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2)। জানা গিয়েছে, সিএমএফ বাডস প্রো ২ একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এখানে রয়েছে একটি ডুয়াল ড্রাইভার সিস্টেম। সেক্ষেত্রে একটি ১১ মিলিমিটারের bass drive এবং একটি ৬ মিলিমিটারের ম্যাক্রো প্ল্যানার টুইটার রয়েছে। হাই রেজোলিউশনের অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন পাওয়া যাবে সিএমএফ বাডস প্রো ২ মডেলে। Dirac Opteo সাপোর্টের সাউন্ড রয়েছে সিএমএফ সংস্থার এই ইয়ারবাডসে। ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে সিএমএফ বাডস প্রো ২ মডেলে। একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডসের ব্যাটারি প্রায় ৪৩ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে বলে দাবি করেছে সিএমএফ সংস্থা।
ভারতে সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডসের দাম কত, কোথায় পাবেন
এই ইয়ারবাডসের দাম ৪২৯৯ টাকা। আগামী ১২ জুলাই দুপুর ১২টা থেকে সিএমএফ বাডস প্রো ২ মডেলের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। যাঁরা সিএমএফ ফোন ১- এর সঙ্গে এই ইয়ারবাডস কিনবেন তাঁদের জন্য ফ্লিপকার্টে ১০০০ টাকা ছাড়ের ব্যবস্থা থাকছে। নীল, গাঢ় ধূসর, হাল্কা ধূসর, কমলা রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস।
সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে
- প্রতি ইয়ারবাডসে দুটো করে ড্রাইভার্স রয়েছে। এর মধ্যে একটি ১১ মিলিমিটারের ড্রাইভার এবং একটি ৬ মিলিমিটারের মাইক্রো প্ল্যানার টুইটার রয়েছে।
- ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। তিনটি মোড রয়েছে এই ইয়ারবাডসে। ট্রান্সপারেন্সি, অ্যাডাপ্টিভ এবং স্মার্ট- এই মোডগুলি রয়েছে।
- প্রতিটি ইয়ারবাডসে রয়েছে তিনটি মাইক্রোফোনে। আর এই মাইক্রোফোনগুলিতে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে স্পষ্ট ভাবে ফোনে কথা শুনতে পারবেন ইউজাররা।
- এই ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে একটি স্মার্ট ডায়াল যা ভলিউম কমাতে, বাড়াতে সাহায্য করবে। এছাড়াও এই স্মার্ট ডায়ালের সাহায্যে নিয়ন্ত্রণ রাখা যাবে নয়েজ ক্যানসেলেশন মোডেও।
- ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে সিএমএফ বাডস প্রো ২ ডিভাইসের চার্জ দেওয়া যাবে। পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে প্রায় ৭০ মিনিট।
আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ সিরিজের বেস মডেল এবার লঞ্চ হতে পারে ভারতে, রইল সম্ভাব্য ফিচারের তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।