এক্সপ্লোর
Advertisement
CMF Phone 1: কী কী ফিচার থাকতে পারে সিএমএফ ফোন ১ মডেলে? কেমন দেখতে হতে পারে এই ফোন?
Budget Range Smartphone: এতদিন নাথিং সংস্থা যে সমস্ত ফোন লঞ্চ করেছে সেখানে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছিল। সিএমএফ ফোন ১- এর ক্ষেত্রে এই জাতীয় রেয়ার প্যানেল নেই।
CMF Phone 1: নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF) তাদের প্রথম ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। দেশে লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১ (CMF Phone 1)। এটি একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন (Budget Range Smartphone) হতে চলেছে বলে জানা গিয়েছে। এছাড়াও শোনা গিয়েছে, একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকবে সিএমএফ ফোন ১ মডেলে। ইতিমধ্যেই এক্স মাধ্যমে এই ফোনের একটি সম্ভাব্য ছবি প্রকাশ্য এসেছে। মূলত ফোনের ব্যাক প্যানেল দেখা যাচ্ছে সেই ছবিতে।
সম্প্রতি এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে
- সিএমএফ ফোন ১ মডেলে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর। এক্স মাধ্যমে এই দাবি করেছে টিপস্টার গ্যাজেট বিটস।
- সিএমএফ ফোন ১ মডেলে একটি মাইক্রো এসডি কার্ডের স্লট থাকবে বলেও শোনা গিয়েছে।
- এই টিপস্টার এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের একটি সম্ভাব্য ছবিও শেয়ার করেছে যা তৈরি করেছেন এক্স মাধ্যমের ইউজার রাহুল জনার্ধনান। এই ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, অনেকটা নাথিং ফোন ২- এর মতো।
- ফোনের নীচের অংশে রয়েছে একটি ছোট গোলাকার চাকতির মতো জিনিস। সিএমএফ বাডস- এ এই ফিচার দেখা গিয়েছে। এর আগে এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের যে ছবি প্রকাশ্যে এসেছিল এক্স মাধ্যমেও সেখানেও এই গোলাকার চাকতির মতো অংশ ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকের অংশে দেখা গিয়েছিল।
- এতদিন নাথিং সংস্থা যে সমস্ত ফোন লঞ্চ করেছে সেখানে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছিল। সিএমএফ ফোন ১- এর ক্ষেত্রে এই জাতীয় রেয়ার প্যানেল নেই। বরং কমলা রঙের লেদার ফিনিশ লক্ষ্য করা গিয়েছে।
- ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল যেমন নেই তেমনই নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ- এর এই ফোনে দেখা যায়নি Glpyh Interface।
- সিএমএফ ফোন ১- এর ছবিতে ব্যাক প্যানেলের নীচের দিকে একটি স্ক্রু-এর মতো অংশ দেখা গিয়েছে। এটি পাওয়ার বাটন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেল রিমুভেবল অর্থাৎ খোলা যাবে কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ১৬ এবং গ্যালাক্সি এ০৬, কবে লঞ্চ হতে পারে এই দুই ফোন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement