Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ১৬ এবং গ্যালাক্সি এ০৬, কবে লঞ্চ হতে পারে এই দুই ফোন?
Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোন। স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোন লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ১৬ (Samsung Galaxy A16) এবং স্যামসাং গ্যালাক্সি এ০৬ (Samsung Galaxy A06) - লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন। যদিও স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ এই দুই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এই দুই ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোন। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোন লঞ্চ হতে চলেছে।
কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৬- এই দুই ফোন
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। তবে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে হয়তো ২০২৫ সালের একদম শুরুর দিকে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ-এপ্রিল মাসে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ অথবা স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোন।
দাম কত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৬- এই দুই ফোনের
স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনের দাম EUR 200 - এর আশপাশে থাকতে পারে কিংবা কম হতে পারে। ভারতীয় মুদ্রায় এর মূল্য আনুমানিক ১৮,২০০ টাকা। স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোন ৫জি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের মতো।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৫- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক
- স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর এবং মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- তিনটি ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি প্যাড প্রো, কী কী ফিচার থাকতে পারে এই ট্যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।