Cyber Attack: সাইবার হানায় ১০ টিবি তথ্য চুরি রাশিয়ার; ফাঁস ট্রাম্পের গোপন ফাইলও- নেপথ্যে কারা ?
Cyber Attack on Russia: অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ এক্স হ্যান্ডলে এই তথ্যটি শেয়ার করে জানিয়েছে যে তারা ইউক্রেনের সমর্থনে এই তথ্য ফাঁস করেছে।

Cyber Attack on Russia: কুখ্যাত হ্যাকিং গ্রুপ 'অ্যানোনিমাস' ফের ঝড় তুলেছে সারা বিশ্বে। এবারে তাদের নিশানায় রাশিয়া। তাদের দাবি ইন্টারনেটে তারা নাকি রাশিয়া সম্পর্কিত অনেক গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। প্রায় ১০ টেরাবাইট তথ্য ফাঁস (Cyber Attack on Russia) করা হয়েছে অনলাইনে। আর সবথেকে বেশি আতঙ্কের বিষয় হল এই তথ্যের মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন ফাইলও। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই হ্যাকিং গ্রুপ 'অ্যানোনিমাস' একটি পোস্ট করে জানিয়েছে যে এই ফাইলের নাম 'লিকড ডেটা অফ ডোনাল্ড ট্রাম্প'।
অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ (Hacking Group) এক্স হ্যান্ডলে এই তথ্যটি শেয়ার করে জানিয়েছে যে তারা ইউক্রেনের সমর্থনে এই তথ্য ফাঁস করেছে। এই ফাঁস হওয়া তথ্যের মধ্যে রাশিয়ান নেতা, ব্যবসায়ী, ক্রেমলিনের সঙ্গে সম্পর্কিত সম্পত্তির বিষয়ে বিশদ তথ্য রয়েছে।
ট্রাম্পের ফাইল ফাঁস হওয়ায় আলোড়ন পড়েছে
সবথেকে আলোচিত (Cyber Attack on Russia) বিষয় ছিল 'লিকড ডেটা অফ ডোনাল্ড ট্রাম্প'কে ঘিরে। এই ফাইলে আদপে কী রয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নাম থেকে অনেকেই অনুমান করেছেন যে এটি বড়সড় কিছু হতে পারে। এর আগেও অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপটি ট্রাম্পের উপরে অভিযোগ তুলেছিল যে রাশিয়ার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে এবং তিনি এক গুপ্তচরবৃত্তি করছেন।
কেন রাশিয়াই লক্ষ্য ?
এর আগেও বেশ কয়েকবার অ্যানোনিমাস গ্রুপ রাশিয়াকে (Cyber Attack on Russia) টার্গেট করেছিল। রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছিল। বিশেষত ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই এই গোষ্ঠীটি ক্রমাগত রাশিয়ার ডিজিটাল ইমেজকে ফাঁস করার লক্ষ্যমাত্রা নিয়েছে। জানা গিয়েছে যে এই সাইবার হানার ফলে রাশিয়ার আভ্যন্তরীণ অনেক কার্যক্রম, বাণিজ্য, সরকারের সহযোগী ও সম্পত্তি বিনিয়োগকারীদের ব্যাপারে অনেক তথ্য ফাঁস হয়েছে। অ্যানোনিমাস গ্রুপ কোনও সরাসরি হুমকি দেয়নি, তবে ট্রাম্পের ফাইলকে যেভাবে জোর দিয়ে তুলে ধরা হয়েছে পোস্টে তাতে ধরে নেওয়া যায় আগামী দিনেও বড় কিছু ঘটতে পারে।
কী এই 'অ্যানোনিমাস' ?
এই অ্যানোনিমাসকে একটি হ্যাকিং গ্রুপ হিসেবে চেনেন বিশ্বের মানুষ। তারা প্রতিবাদের একটি রূপ হিসেবে হ্যাকিংকে হাতিয়ার করে নিয়েছে। সারা বিশ্বজুড়ে সেই সমস্ত প্রতিষ্ঠানকেই এই গ্রুপ লক্ষ্য বানায় বা নিশানা বানায়, যেগুলি দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী এবং জনবিরোধী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
