Smartwatch: ১০০-র বেশি স্পোর্টস মোড, প্রয়োজনীয় হেলথ-ফিচার, ভারতে হাজির দুটো নতুন স্মার্টওয়াচ
Smartwatches: ভারতে লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্রো এবং ডিজো ওয়াচ ডি আলট্রা- এই দুই স্মার্টওয়াচ।
Dizo Smartwatch: নতুন বছরের প্রথম মাসেই ভারতে লঞ্চ হয়েছে নতুন দুটো স্মার্টওয়াচ (Smartwatch)। রিয়েলমি টেকলাইফের (Realme Techlife) সাব-ব্র্যান্ড ডিজো, দেশে লঞ্চ করেছে স্মার্টওয়াচের নতুন দুটো মডেল। সম্প্রতি লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্রো (Dizo Watch D Pro) এবং ডিজো ওয়াচ ডি আলট্রা (Dizo Watch D Ultra)। এর মধ্যে ডিজো ওয়াচ ডি প্রো মডেলে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলে রয়েছে AMOLED স্ক্রিন। দুটো স্মার্টওয়াচেই রয়েছে একাধিক রঙের স্ট্র্যাপ, যেমন- কালো, নীল এবং ধূসর। ডিজো ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচের দাম ২৬৯৯ টাকা। ১৭ জানুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলের দাম ৩২৯৯ টাকা। ১২ জানুয়ারি থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হয়েছে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে
ডিজো ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচ
এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। একটি অ্যালুমিনিয়াম ফ্রেমে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। সেখানে ডানদিকে আবার রয়েছে একটি বাটন। এই স্মার্টওয়াচে একাধিক হেলথ সেনসর রয়েছে। হার্ট রেট, SpO2, ইউজারের ঘুম সবই সেনসর করা সম্ভব। হৃদ স্পন্দনের পাশাপাশি ওয়ার্ক আউটের সময় ইউজার কতটা ক্যালোরি ঝরালেন, কত পা সারাদিনে হাঁটলেন, সেটাও ট্র্যাক করা সম্ভব। ১১০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়াচে।
ডিজো ওয়াই ডি আলট্রা স্মার্টওয়াচ
এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED ডিসপ্লে। এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে নির্মাণ সংস্থা। এই স্মার্টওয়াচেও রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্লিপ মনিটর, ক্যালোরি এবং স্টেপ ট্র্যাকার। এর সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট।
Pebble Cosmos Engage
গতবছরের একদম শেষভাগে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল ভারতে। এই স্মার্টওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো ডিজাইন। এছাড়াও রয়েছে একটি ১.৯৫ ইঞ্চির IPS Always On ডিসপ্লে যা আয়তাকার। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত Water and Dust Resistant ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট, ওয়্যারলেস চার্জিং ফিচার, স্লিপ ট্র্যাকার, হেলথ ফিচার ও আরও অনেক কিছু। এই স্মার্টওয়াচের দাম ৭৪৯৯ টাকা।
আরও পড়ুন- অবিকল আইফোনের মতো ডিজাইন, কিন্তু আসলে তা নয়! তাক লাগাচ্ছে এই স্মার্টফোন